আমাদের কথা খুঁজে নিন

   

মিউজিক মিউজিক

মিউজিক শোনা হয় না তেমন। শুধু ছোটভাই যা ডাউনলোড-টাউনলোড করে তা ল্যাব-রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট করার সময় শোনা হয়। তাই মিউজিকের হাল-হকিকত নিয়ে আমার কোন খোঁজ-খবর নেই। . . . . কাহিনী হল, একদিন ফেইসবুকের হোমপেইজে গড়াতে গড়াতে দেখলাম নিউজ ফিড এসেছে- অমুক লাইকস তমুক'স ফটো। ফটোতে দেখলাম "তমুক" সাহেব ব্রহ্মদৈত্যের মত দু' পা চেগিয়ে টেবিলের উপর বসে, সহীহ্ ভাব মোতাবেক হাতে গিটার নিয়ে বাজানোর ভঙ্গি করছে।

সেই ছবি আবার গুয়ের মত হলুদ-কালো এডিটিং করা। ভাবলাম রগড় করি। কমেন্টালাম, "আরে আরে, করেন কি! করেন কি! ওটা রাখেন বলছি; যেখানে ছিল সেখানে রেখে দেন। নষ্ট হয়ে গেলে কী জবাব দিবেন। "- এই বলে বের হয়ে গেলাম।

পরদিন এসে নোটিফিকেশনে গিয়ে দেখি ইতোমধ্যে ব্যাপক গালিবর্ষণে আমি হতাহত হয়ে গেছি (No pun intended!)। পরে জানলাম তমুক সাহেব হালের বিখ্যাত একটা ব্যান্ডের লীড গিটারিস্ট। পরে অবশ্য মাফ-টাফ চেয়ে না হয় রক্ষা। জমানা আসলেই কেমন যেন হয়ে গেছে, আগরতলা আর ইয়ের তলা সব একই দেখায়... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.