আমাদের কথা খুঁজে নিন

   

শুনানি না করে ৯০ মিনিট সময় নিয়েছেন, তাই আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করা হলো : আদালত

তোমাকে ভাবাবোই

আদালত আদেশ দিলেন... ... ...(বিডি নিউজ২৪ ডটকম ১.আদেশে আদালত বলেন, গত ১০ নভেম্বর টিএইচ খানের মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়টি শুনানির জন্য নির্ধারিত ছিলো। ১. লিভ টু আপিল আবেদন ২. বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ও ৩. আদালত অবমাননা এর আবেদন আজ ৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত হয়েছে। ২. টিএইচ খান শুনানির শুরুতেই আদালত অবমাননার আবেদনের ওপর প্রথম শুনানি গ্রহণ করার জন্য প্রার্থনা করেন। যেহেতু আজ লিভ টু আপিল আবেদন শুনানির জন্য নির্ধারিত এবং অন্য আবেদনগুলো এই আবেদন থেকে উদ্ভূত; তাই লিভ টু আপিল আবেদনের ওপর প্রথম শুনানি হবে। পরে অন্য আবেদনগুলোর শুনানি হবে।

কিন্তু টিএইচ খান বার বার আদালত অবমাননার আবেদনের ওপর প্রথম শুনানি হওয়ার প্রার্থনা করেন। যদিও আজ প্রকৃতপে লিভ টু আপিল আবেদনের ওপর শুনানির জন্য নির্ধারিত। ৩. আদালত বলে, আমরা তাকে আশ্বস্ত করেছি, তিনটি বিষয়েই একের পর এক শুনানি ও নিষ্পত্তি করা হবে। তাকে আরো আশ্বস্ত করেছি যে, ব্যারিস্টার রফিক-উল-হক ও মওদুদ আহমদকেও তাদের বক্তব্য দিতে দেওয়া হবে। তিনি (টিএইচ খান) সবচেয়ে জ্যেষ্ঠ আইনজীবী হওয়ায় তিনিই প্রথম শুনানি করবেন।

এটাই আদালতের শত বছরের রেওয়াজ। ৪. আদালত আদেশে আরো বলে, এ পর্যায়ে তিনি (টিএইচ খান) প্রথমে লিভ টু আপিল আবেদনের শুনানি মুলতবি প্রার্থনা করেন। তারপর বলেন, তার মক্কেলের কাছ থেকে আরো নির্দেশনার প্রয়োজন। ৫. আদালত বলে, ১০ নভেম্বর তার (টিএইচ খান) আবেদনে তিনি বলেছিলেন, তিনি অসুস্থ বোধ করছেন। তারপরও আদালত বললে তিনি শুনানি করতে পারেন।

কিন্তু হাইকোর্টে রফিক-উল-হক ও মওদুদ আহমদ তাকে সহায়তা করেছেন। রফিক-উল-হক বিদেশে থাকায় তিনি শুনানি মুলতবির আবেদন করেছিলেন। শুনানি মুলতবিও হলো। আজ শুনানির জন্য দিন নির্ধারিত ছিলো। ৬. আদালত বলে, আমরা জ্যেষ্ঠ এই (টিএইচ খান) আইনজীবীকে ৯০ মিনিট বার বার লিভ টু আপিল উপস্থাপন করতে বলেছি।

কিন্তু তিনি আবেদন উপস্থাপন করতে প্রত্যাখ্যান করেন। তাকে আশ্বস্ত করে বলেছি, আইন তার নিজস্ব গতিতে চলবে। সব আবেদনের শুনানি ও নিষ্পত্তি করা হবে। তারপর তিনি (টিএইচ খান) বলেছেন, তার মক্কেলের কাছ থেকে আরো নির্দেশনা দরকার। তাকে আশ্বস্ত করেছি, আজ শুনানির জন্য নির্ধারিত।

তিনি শুনানি শুরু করুন। তার (মক্কেলের) নির্দেশনা দরকার হলে তা নিতে পারবেন। ৭. আদলত বলেন, কিন্তু টি এইচ খান শুনানি না করে ৯০ মিনিট সময় নিয়েছেন। তাই লিভ টু আপিল আবেদন ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করা হলো। টিএইচ খান বলিলেন......( ২৯ নভেম্বর, শীর্ষ নিউজ ডটকম) গতকাল সোমবার দুপুরে উচ্চ আদালত চত্বরে বেগম খালেদা জিয়ার বাড়ী সংক্রান্ত মামলার আইনজীবী টিএইচ খান বলেছেন, ১. আমার অসুস্থ শরীর কাঁপছে, তারপরও ৯০ মিনিট পর্যন্ত আদালতে প্রার্থনা করেছিলাম আদালত অবমাননা মামলাটি শুনানির জন্য।

কিন্তু আদালত তা দিলো না। ২. মামলাটি গুরুত্বপূর্ণ এবং আমরা হাইকোর্টের আদেশের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদনও করিনি। ক্স আপিলটি আপাতত কজ লিস্টের বাইরে রেখে আগে কনটেমপ্ট পিটিশনের শুনানির জন্য প্রার্থনা করেছিলাম। ৩. এরপর আদালতে শুনানির জন্য ৭ দিন সময় চাইলাম। ৪. এমনকি আদালতে চা বিরতি পর্যন্তও সময় চাইলাম।

প্রধান বিচারপতি সে সময়টুকুও দিলেননা। ৫. আমরা প্রথমে কনটেমপ্ট পিটিশন শুনাতে চেয়েছিলাম। কিন্তু আদালত সে সুযোগ দেয়নি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলিলেন... ... ... (বিডি নিউজ ২৪ডটকম) গতকাল সোমবার দুপুরে উচ্চ আদালত চত্বরে বেগম খালেদা জিয়ার বাড়ী সংক্রান্ত মামলা খারিজের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ১. খালেদা জিয়ার আইনজীবীরা আদালত বার বার বলা সত্ত্বেও ৯০ মিনিট সময় নিয়ে লিভ টু আপিল আবেদনের ওপর কোনো শুনানি করেননি। সেই বিবেচনায় আদালত লিভ টু আপিল আবেদন ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।

২. একটি মামলা দায়ের করে শুনানি না করে ৯০ মিনিট কালপেণ করাকে নজিরবিহীন হিসেবে মন্তব্য করেন তিনি। ৩.এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনের সারবত্তা নেই বলেই হয়তো তারা শুনানি করেননি। বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করার জন্য তারা এটি করেছে। ৪. যেহেতু খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে মামলা উপস্থাপন করেননি। তাই লিভ টু আপিল আবেদন, হাইকোর্টের রায় স্থগিতের আবেদন এবং বাধ্যতামূলক নিষেধজ্ঞার আবেদন আদালত খারিজ করে দিয়েছে।

৫. আদালত কে আইনজীবীদের হট্টগোলের প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, বিএনপি সমর্থক কিছু আইনজীবী হাইকোর্টেও এ ধরনের আচরণ করেছিলো। তারাই আপিল বিভাগে আদালতের শিষ্টাচার ভঙ্গ করেছে। মওদুদ আহমদ বললেন ... ... ... (বিডি নিউজ ২৪ ডটকম) গতকাল সোমবার দুপুরে উচ্চ আদালত চত্বরে বেগম খালেদা জিয়ার বাড়ী সংক্রান্ত মামলার আইনজীবী মওদুদ আহমেদ বলেছেন, ১. খালেদা জিয়ার আইজীবী মওদুদ আহমদ বলেন, টিএইচ খান ও রফিক-উল-হক লিভ টু আপিল আবেদনটি আদালত কার্যসূচি থেকে বাদ দিতে বলেছেন। কারণ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এ জন্য লিভ টু আপিল আবেদনের ওপর পরে শুনানি হলেও চলে।

২. আদালত কোনো বক্তব্যই গ্রহণ করেনি। শুনানি ছাড়াই আবেদন দুটি অপ্রত্যাশিতভাবে খারিজ করে দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.