বিপিএলে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় মোহাম্মদ আশরাফুলসহ ৯ ক্রিকেটার ও ক্রিকেট সংগঠককে নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযুক্তদের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৯ নভেম্বর 'দুর্নীতি বিরোধী প্যানেল' গঠন করেছে বিসিবি। আজ সেই কমিটির প্রথম সংবাদ সম্মেলন। আর আগামীকাল প্রথম শুনানি। প্যানেলের সভাপতি সাবেক প্রধান বিচারপতি আবদুর রশিদ। ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আজ সংবাদ সম্মেলন করা হচ্ছে। আগামীকাল শুনানির তারিখ সম্পর্কে অভিযুক্ত দেশি-বিদেশিদের অবহিত করা হয়েছে। অভিযুক্ত নয়জনের মধ্যে আত্দপক্ষ সমর্থন করে মাহাবুবুল আলম রবিন ও মোশাররফ হোসেন রুবেল আইনজীবী দ্বারা কাগজপত্র দাখিল করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।