রামকানাই পন্ডিত
আমি বলছি না, আমায় ভালবাসতেই হবে ।
আমি জানি হয়ত তোমার হৃদয় মন্দিরে আমার কোনো স্হান নেই,
প্রতিনিয়ত তুমি পূজা করো অন্য কারো ।
আমি চাই, তুমি আমায় একটু অনুভব করো- একটু।
তোমার নীরব উপেক্ষায় আমি আজ বড় বেশি ক্লান্ত।
আমি বলছি না, আমার সাথে বেড়াতে যেতে,
আড্ডা দিতে অথবা ছিনেমা দেখতে যেতে ।
আমি চাই, তুমি আমার পাশে একটু বসো।
তোমার হাতে আমি হাত রাখতে চাই না,
তোমার চোখে চোখ রাখতে আমার বড় কষ্ট হয়,
তোমার উত্তাপহীন কণ্ঠ শুনলে আমার কানটা যন্ত্রনা করে,
তোমার শরীরের ঘ্রান আমার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়-বহুগুণ ।
আমি চাই তুমি আমার পাশে একটু বসে থাক-শব্দহীন কিছুক্ষণ।
আমি বলছি না, আমাকে প্রিয়তম বলে ডাকতে হবে।
আমি জানি হয়ত তুমি আমার জন্য নও,
আমি জানি, মাঝরাতে বৃষ্টি হলে কার কথা মনে করে তুমি আনন্দে ভাস,
কোন সে হাত তোমার এলোচুলে সিথি কাটলে তুমি শিহরিত হও,
কার ছবি তোমার মানসপটে ভেসে উঠলে তুমি গুন গুন করে গান গাও।
কে ছড়িয়ে দিতে পারে তোমার মুখে-চোখে তৃপ্তির উত্তাপ।
আমি বলছি না, আমকে সবসময় ভাবতে হবে ।
আমি চাই, খুব মেঘ করে এলে যদি কখনো কখনো তোমার বড় একা লাগে -
আমর কথা একটু মনে করো।
আমি বলছি না, আমায় ভালবাসতেই হবে
আমি চাই, একবার শুধু একবার আমায় মুখ একটু ফুটে বলো-
“আমি তোমায় ভালোবাসি না”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।