আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।
পুলিশের গুলিতে মারা যাবার কিছুক্ষণ আগে নুর হোসেন শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করেছিলেন। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন জনপ্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটন। এই ইতিহাসটি এতই কালজয়ী ছিল যে, ছড়াসম্রাট রিটন ছড়ার লেখার বদলে এই ব্যাপারে একটি ব্লগ লিখে বসে আছেন।
বাঙালির ইতিহাস এখন মোটামুটি ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে। যে যেভাবে খুশি বলতে পারে। কাজেই রিটন সাহেবের এই সাম্প্রতিক আবিষ্কার সম্পর্কে আমার বলার কিছু নাই। আগের আওয়ামী টার্মে জাপানের বাংলাদেশের দূতাবাসে চাকরি পেয়েছিলেন, এই নয়া ইতিহাস রচনার কারণে তিনি আরও একটি ভালো চাকরি বাগিয়ে নিন - পরম করুণাময়ের কাছে এই আমার আন্তরিক প্রার্থনা।
আমার প্রশ্ন একটাই -
যে নেত্রীর পা ছুয়ে নুর হোসেন গুল্লি খাইলো, সেই স্বৈরাচার এরশাদ এখন নেত্রীর অন্যতম সহযোগী, ক্ষমতার শরীক ।
এই কথা যখন ঠান্ডা মাথায় ভাবি , আমার নিজেরও শহীদ হইয়া যাইতে মঞ্চায়!!!
হায় স্বদেশ, হায় স্বদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।