আরো কিছুহ্মণ থাকো, পার্কের বেঞ্চের দু' মাথায় দুজন এই রোদ্রৌজ্জ্বল বিকালে লাজুক চোখে প্রথম প্রেমের অব্যক্ত কিছু কথা না হয় লুকিয়ে ই রাখো | নিচ থেকে তুলে দেবো মৃত্তিকার ঘ্রাণ উপর থেকে ঝরে পড়া লাল জলপাই পাতা কিংবা ঘাস ফুলের কাছ থেকে ধার করে এক টুকরো সিগ্ধতা | আরো কিছুহ্মণ থাকো, ঝক ঝকে রোদ এখনো ফুরোয়নি জীবনকে এখনো ব্যস্ততায় বিকোয়নি স্পর্শ করেনি যুদ্ধ বিগ্রহ পাপ অহং কিংবা দেহের নেশা | আরো কিছুহ্মণ থাকো, লাজুক স্বর যদি বেধে যায় কন্ঠনালীর কাছে মনের দেয়াল জুড়ে তবে কল্পনার ছবি ই শুধু নিরবে আঁকো, আরো কিছুহ্মণ থাকো ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।