|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|
খিরকী দিয়ে যাবার সময় শীস দিয়ে যাস
মৃদু কণ্ঠে গান গেয়ে যাস
জুতার তলায় শব্দ করে আমায় ডাকিস
জগৎটারে জব্দ করে আমার থাকিস
খেলার মাঠের দখিন কোনে চিহ্ন আঁকিস
সকাল দুপুর সন্ধ্যা বেলায় কোথায় থাকিস
যখন তখন লাগলে আমায় ম্যাসেজ লিখিস
ব্যালেন্সটা তোর শূন্য হলে পত্র লিখিস
মায়ের হাতে পড়লো গিয়ে প্রেমের চিঠি
বলছে বাবা তোমার পিঠে ভাঙ্গবে লাঠি
সংকেতে রোজ তোমার কুশল জানিয়ে দিও
ভালোবাসার বিনিময়ে খবর নিও
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।