আমাদের কথা খুঁজে নিন

   

অনুরোধ

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

যদি কোন এক কুয়াশা ভেজা সকালে, আমি এসে দাঁড়াই তোমার দুয়ারে, তুমি কি অবাক হবে? যদি বলি, চলো ঘুরে আসি সেই চিরচেনা সবুজারণ্যে, তুমি কি যাবে? যদি কোন এক বৃষ্টি ভেজা দুপুরে, তোমায় নিয়ে ঘুরে বেড়াঁতে চাই, পুরোটা শহর। তুমি কি যাবে? যদি কোন এক পড়ন্ত বিকেলে বলি, তোমার হাতে রাখতে চাই এই হাত, সারাটাজীবন! দেবে কি তোমার হাত বাড়িয়ে? যদি তোমারই জন্যে নিয়ে আসি চির প্রত্যাশিত লাল টকটকে এক শাঁড়ী তুমি কি নেবে? জানি তুমি অবাক হবেনা, যাবেনা বেড়াতে, বাড়িয়ে দেবেনা হাত, নেবেনা কোন লাল শাড়ি। যদি কোন এক অবেলায় শুনতে পাও, আমি চলে গেছি দূরে, বহুদূরে, কোন এক চির নবান্নের দেশে.. অনুরোধ, তুমি ফিরে এসোনা, আমার আঙিনায়। তুমি কেদোঁনা কখনো, আমায় ভেবে। ভেবে নেবো.. আমার হাজারো না পাওয়ার মাঝে এ ছিলো একমাত্র পাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.