আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমে কেউ উচ্চতা জিজ্ঞেস করিলে ৬ বলি, যখন সবাই চক্ষুযগল কপোলে তুলিয়া তাকায় তখন বলি ৫ ফুট ৬ !! এইটুকুও কি বুঝিবার ক্ষমতা স্রষ্টা তোমাকে প্রদান করেন নাই??

আমি নিজের সম্পর্কে লিখতে গেলেই অসম্ভব নার্ভাস ফিল করি। মানুষ নিজের ব্যাপারে বড়ই প্রশংসাশীল জীব। কে জানে নিজের অজান্তেই নিজের কি প্রশংসা করে ফেলি।

আমি ব্যাপক অলস মানুষ !! খালি পড়ি আর পড়ি, লিখতে ভালো লাগেনা। এই কারণেই জাতি রবীন্দ্র-পরবর্তী যুগে বেশ কিছু শিক্ষকটুকরা (মাস্টারপীস-এর এরচে ভালো বাংলাটা বের করতে পারলামনা) থেকে বঞ্চিত হয়েছে।

তো আজকে ক্যানো জানি ফেসবুকে সব কমেন্ট এর রিপ্লাই বাংলায় দিতে ইচ্ছা করলো, আমি আবার ভয়াবহ ভাবে প্রযুক্তিগত অগ্রসর মানুষ, সামুতে এসে বাংলা লিখি। ঐ কমেন্টগুলো writepanel এ থেকে যাওয়ায় ভাবলাম, "যাউকগা, ভুগিচুগি দিয়া একখান পোস্ট দিয়া ই ফালাই"। কমেন্টগুলার ব্যাকগ্রাউন্ড সহ বলে দিয়েছি যাতে মজা নিতে সমস্যা না হয় - দয়া করে আমার মত ক্ষুদ্রাতিক্ষুদ্র মানুষকে এই অভূতপূর্ব সম্মাননা দিয়ে দিয়ে আপনি আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করিবেন না ((আমার সেরা বান্ধবী (বেস্ট ফিমেল ফ্রেন্ড- এরচে ভালো বাংলাটাও বের করতে পারলামনা) আমার ওয়াল এ লিখছে "আপনাকে ধন্যবাদ"। এর একটু পরেই এক বড় ভাই আমার তোলা ছবিগুলো শেয়ার করছিলো, তো দুইজনকেই এই কমেন্ট দিয়া দিলাম। )) এরপরেই ঐ বান্ধবীর রিপ্লাই - "আপনাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করার কোনো নিয়ত আমার নেই।

আমি জানি, আপনি সেই মানুষদের একজন, যাদের থেকে কিছু পাওয়ার জন্য আমার গুটিবাজি করা লাগবে না। " আমার রিপ্লাই - দয়া করে গুটিবাজি শব্দটি পরিহার করুন। কিছুক্ষণ পূর্বে এই বিতর্কিত শব্দটির ব্যবহারে একটি ঘনিষ্ঠ বন্ধুযুগলের মাঝে কিন্চিৎ মনোমালিন্য পরিলক্ষিত হয়েছে ((ক্লাসে এক ফ্রেন্ডের নাম দেওয়া হয়েছে গুটিবাজ, তো ঐ নাম তারই এক ঘনিষ্ঠ বন্ধু এক স্ট্যাটাস কমেন্টে বলে ফেলায় ঘটনা গালাগালি পর্যন্ত গড়ায়)) এরপর আমার সেরা বান্ধবীর রিপ্লাই - "আমি দেখলাম অনেক পরে। অনেক কমেন্ট মনে হয় ডিলিট করে দেয়া হয়েছে। বুঝতে পারিনি পুরাটা।

" আমার রিপ্লাই - রবীন্দ্র-পরবর্তী যুগের তরুণসমাজের মাঝে মুখবই-এর ব্যবহারে শব্দ-বাক্যের প্রয়োগ এবং অর্থ অনুধাবনে অপূর্ণতার কারণে কিন্চিৎ মনোমালিন্য পরিলক্ষিত হচ্ছে এরপর আমার বান্ধবীর রিপ্লাই - "একটু বেশীই হয়ে গেল :S" আমি রিপ্লাই দিলাম - রবীন্দ্র-পরবর্তী যুগের তরুণসমাজের মাঝে মুখবই-এর ব্যবহারে শব্দ-বাক্যের প্রয়োগ এবং অর্থ অনুধাবনে অপূর্ণতার কারণ হিসেবে বিদেশি সংস্কৃতির আগ্রাসনকেই বিশেষজ্ঞরা দায়ী করছেন আমার গার্লফ্রেন্ডের বোনের লিংকে কমেন্ট দিলাম সে রিপ্লাই দিলো দিয়ে, আর যায় কই?? হি হি হি - রবীন্দ্র-পরবর্তী যুগের তরুণসমাজের মাঝে মুখবই-এর ব্যবহারে বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যবহারের কারণ হিসেবে বিদেশি সংস্কৃতির আগ্রাসনকেই বিশেষজ্ঞরা দায়ী করছেন যে বড় ভাই আমার তোলা ছবিগুলো শেয়ার করছিলেন, তারে কমেন্ট দিছিলাম,"দয়া করে আমার মত ক্ষুদ্রাতিক্ষুদ্র মানুষকে এই অভূতপূর্ব সম্মাননা দিয়ে দিয়ে আপনি আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করিবেন না " উনার রিপ্লাই - "তোমার হাইট কতো ???" আমি রিপ্লাই দিলাম - প্রথমে কেউ উচ্চতা জিজ্ঞেস করিলে ৬ বলি, যখন সবাই চক্ষুযুগল কপোলে তুলিয়া তাকায় তখন বলি ৫ ফুট ৬ !! এইটুকুও কি বুঝিবার ক্ষমতা স্রস্টা তোমাকে প্রদান করেন নাই?? ঐ পোষ্টে আরেক বড় ভাই লিখছে উনিও আরেকটু লম্বা হৈতে চায়, তো প্রথম বড় ভাই উনারে বুদ্ধি দিলো, "weight lifting শুরু করো ..." ঐ কমেন্টের রিপ্লাই - আমার এই অসামান্য শারিরীক গঠনসৌন্দর্যের পেছনে অপরিণত বয়েসে অত্যধিক ভার সহকারে শরীরচর্চার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে (( হে হে হে!! ঘটনা সত্য!! কচি বয়সেই রেম্বু (Rambo) হৈতে গিয়া উল্টাপাল্টা ব্যায়াম কইরা অধমের অবস্থা কাহিল, হাইট গ্রোথ গেছে বন্ধ হইয়া, ৫'৬'' এই আটকা!!!)) আমার ঐ সেরা বান্ধবী (সম্প্রতি ব্রেকআপের পর একাকিত্বে কাতর, আজকে অন্য কোন কারণে মন আরো বেশি খারাপ) মারিয়া ক্যারের একটি ব্যাপক ইমোশনাল গানের লিরিক দিয়ে একটি নোট বানিয়ে আমারে ট্যাগ করলো, আমার কমেন্ট (আমি তখন ব্যাফক ফান মুডে) - রবীন্দ্র-পরবর্তী যুগের তরুণসমাজের মাঝে মনোভাব প্রকাশের ক্ষেত্রে বিদেশি সংস্কৃতির উপাদান ব্যবহারের কারণ হিসেবে বিদেশি সংস্কৃতির আগ্রাসনকেই বিশেষজ্ঞরা দায়ী করছেন শেষ খবর পাওয়া পর্যন্ত আমার ঐ কমেন্ট ডিলিটিত হৈছে এবং উনি একটু মনকষ্ট পাইছেন, যাই উনারে একটু ঠান্ডা কৈরা আসি, হাজার হৈলেও সেরা বান্ধবী!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.