আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমে ফ্যান তারপর ব্যান- কাব্যিক বটে।

আমি কি কোন সেলেব্রেটি কিংবা মহানায়ক কিংবা নায়িকা …! যে আমার কোন ফ্যান থাকবে?আমি ছিলাম একজন নিকৃষ্ট মানুষ,যা আপনি ধরতে পারছেন “আমার” পরবতী মন্তব্যের পর। এবং ধরতে পারছেন বিদায়-ই আমারে ব্যান মাইরা “পাপ মোচন” করলেন।
এখন আমার প্রশ্ন হল আমি যে নিকৃষ্ট মানব ছিলাম তা আপনি ধরতে পারছিলে কি(প্রথমে)?উত্তর পারেন নাই।
যদি বলি আমার সম্পকে আপনার একটা ভুল ধারণা ছিল,সে ভুল ধারণা দরিয়ে দিয়ে আপনার উপকার করা হয়েছে।
এখন “আপনার” এ উপকারটি করল কে?উত্তর-স্বয়ং আমি “আজ তুমায় ধ্বংশের নিমন্ত্রণ”।


আমি আপনার উপকার করলাম!বিনিময়ে আপনি মারলে আমারে ব্যান !এতে কি আমার প্রতি অন্যায় করা হল না?
< এভার মূল কথায় আসি >
ব্লগে মন্তব্য কে কখনো এত সিরিয়াস এবং গুরুত্ব সহকারে নেয়া উচিত নয়। কেননা এখানে একটি মন্তব্য পড়ে অন্য আর একটি মন্তব্য করার মাঝ খানে ২-১ সেকেন্ড সময় পাওয়া যাই। এই দুই/এক সেকেন্ডে এত গভী চিন্তা ভাবনা করা সম্ভব হয় না। ফলে অনেক সময় “আপনি” বা “আমি” যা বলতে চাইলাম তা মন্তব্যে ঠিক মত ফুটিয়ে তুলা সম্ভব হয় না। এ থেকেয় সৃষ্টি হয় ভুল বুজাভুজি এবং নানাবিধ সমস্যা।

একটু সচেতন হলেয় এগুলি এড়িয়ে চলা সম্ভব।
বন্ধু থেকে ভাই…আপা শব্দটিই মনোহর বেশি,তা নয় কি?
ধন্যবাদ,ভাল থাকুন-শান্তিতে থাকুন। “সবসময়”।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.