আমাদের কথা খুঁজে নিন

   

উইলিয়াম কেটের বিয়ে উপলক্ষে মগ



ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই ব্রিটিশদের। নানাভাবে তারা এ বিয়ের স্মৃতি ধরে রাখতে চান। এরই অংশ হিসেবে লিভারপুলের একটি কোম্পানি ওই হবু দম্পতির মুখচ্ছবি সংবলিত মগ বাজারে ছাড়ছে। আরও কয়েকটি কোম্পানি এ উপলক্ষে বানানো তৈজসপত্র বাজারে ছাড়বে। খবর এনডিটিভি অনলাইনের।

প্রথম উৎপাদনে যাচ্ছে 'প্রিন্স উইলিয়াম পটারি' নামে একটি কোম্পানি। এর পরিচালক পেটার সেন্টারডস বলেন, এরই মধ্যে তারা নকশা চূড়ান্ত করেছেন। শিগগিরই তারা এ মগ উৎপাদন করতে শুরু করবেন। জুনে পরিকল্পনা করলেও এখনো তারা উৎপাদনে যেতে পারেননি। এ প্রসঙ্গে সেন্টারডস বলেন, তারা বিয়ের তারিখের অপেক্ষায় ছিলেন।

আগামী ২৯ এপ্রিল বিয়ের তারিখ নির্ধারিত হওয়ায় তারা দ্রুত উৎপাদনে যাবেন। তিনি বলেন, প্রতিটি মগের খুচরা দাম হবে ১৬ মার্কিন ডলার। তিনি বলেন, এটি যুবরাজের বিয়েতে আনন্দ প্রকাশ করার জন্য করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিয়ের এ তারিখ বদলাবে না। ২০০৫ সালে চার্লস ও ক্যামিলার বিয়ে একদিন পেছানো হয়েছিল।

পোপ জন পল দ্বিতীয়র শেষকৃত্যর জন্য এ বিয়ে হয় ৯ এপ্রিল। আর একদিন পেছানোয় তৈজসপত্রে চার্লস-ক্যামিলা দম্পতির বিয়ের তারিখ ভুল ছাপা হয়। কিন্তু এ তারিখ সংশোধন করে ছাপার সময় ছিল না। এতে তারা দারুণভাবে ব্যথিত হন। তাই এ বছর আর তারা এ ভুল করতে চান না।

আগামী বছরের এ বিয়ে উপলক্ষে আরও কিছু কোম্পানি কাপ, পিরিচ, তোয়ালে, চাবির ছড়াসহ নিত্যব্যবহার্য জিনিসপত্র বাজারে ছাড়বে। প্রসঙ্গত, প্রিন্স উইলিয়াম পটারি কিন্তু যুবরাজ উইলিয়ামের নামে করা হয়নি। ৭০ বছর আগে প্রতিষ্ঠিত এ কোম্পানিটির নাম করা হয় লিভারপুলের এক রাস্তার নামে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.