আমাদের কথা খুঁজে নিন

   

চায়ের মুহুর্তে একদিন



সৈয়দ রিয়াজুর রশিদ-কে চায়ের কাপে চিকন আলো এসে পড়লো সূর্যের ভোরের আর মৃত্যুর রোদ এসে স্বাদ দিয়ে গেলো চায়ে এক রাত্রির মৃত্যুর স্বাদ একটি মানুষের মৃত্যু ধ্বনি আহা এই সকালে আমি মৃত্যুধ্বনির নিচে চাপা পড়ে যাই, ভয়ের চাদর সাদা এসে আমাকে ঢেকে নিয়ে কোথায় যায় সাদা না শান্তির রঙ এমন মৃত্যুতে মিশে থাকে আহা মৃত্যু এসে দেখি কেমন মিষ্টি করে রেখে যায় কাপের চা আমি চায়ের গান গাইতে গিয়ে দেখি মৃত্যুর গানও গেয়ে ফেলি আমাকে আমি ডাক দিয়ে ওঠি একটু বিস্ময়মাখা স্বরে ‘হেই, রাফি’ যেনো সে চলে যায় আমাকে ফেলে আরো মৃত্যুর দিকে যেনো মৃত্যুর কাছ থেকে পালিয়ে আমি বসে থাকি দেখি আমারই কাণ্ডকারখানা আর চায়ের কাপে চুমুক দিই কাপে ঢেউ উঠে আমারই হাসির ছোঁয়া লেগে সকালের রোদ বারান্দা পেরিয়ে চলে যাবে আমি দেখবো সূর্যমুখীটা কী নিবিড় অপেক্ষায় আলোর আর মৃত্যুর আর মৃত্যুকে পিছে ফেলার কী নিবিড় তার আয়োজন গর্ভে জাগিয়ে তুলছে সূর্যবীজ কোনদিন যেনো জন্মস্মৃতি ভুলবে না মৃত্যুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়বে রেখে যাবে সূর্যবীজ মৃত্যুর নাগালের বাইরে চায়ের কাপে আলো এসে পড়ে চিকন আর স্বচ্ছোজ্জ্বল জীবনের এবং মৃত্যুর বিকাশের আর ক্ষয়ের একই সাথে মানুষই পারে চাইলে বীজ না রেখে চুপটি মরে যেতে দিন দিন, আহা ২৫.১১.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.