আমাদের কথা খুঁজে নিন

   

চায়ের কাপে ঠোঁটের গন্ধ

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

ইদানিং চা খেতে পারছিনা জাহাঙ্গীর ভাই’র দোকানে কারণ, চায়ের কাপে ঠোঁটের গন্ধ। শত ঠোঁটের স্পর্শে ক্রমশ সংকর ঠোঁটের সৌরভ পেয়েছে চায়ের কাপগুলো। বেকার যুবকের দীর্ঘশ্বাস মাখা নির্লিপ্ত ঠোঁট ক্যাম্পাসে প্রথম আসা ষোড়শীর স্বপ্নমাখা কুমারী ঠোঁট ব্যর্থ প্রেমিকের হতাশার ক্রোধে কামড়ানো লাল ঠোঁট প্রথম বারের মতো অবৈধ প্রণয়ে মিলিত হওয়া জোড়া ঠোঁট কিংবা উন্মত্ত নব বিবাহিতের সিক্সটি নাইন ঠোঁট -সব ঠোঁটের গন্ধে ভুরভুর চায়ের কাপগুলো। চা খেতে গেলেই আমার নাকে ধাক্কা দেয এসব গন্ধ আমার ঠোট ছুয়ে যায় এতসব ঠোঁটের স্পর্শ আমার ঠোঁটের স্পর্শ রয়ে যায় আরো শত ঠোঁটের স্পর্শ নেয়ার জন্য। চায়ের কাপে ঠোঁট খুজে পায় হাজার ঠোঁটের সম্মিলিত ছোয়া। এসব ভেবে চা খাওয়ার ইচ্ছা উবে যায় আমার। এখন আর চা খাইনা আমি। ক্লিন,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.