গোপনে দশ ট্রাক অস্ত্র ভারতে পৌছে দেয়ার জন্য ঢাকার পাকিস্তান দূতাবাস এবং অসমের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট তারেক রহমানকে প্রায় এক কোটি ডলার দিয়েছিল। যুক্তরাজ্য থেকে প্রকাশিত 'দ্য ইকোনমিস্ট ' ম্যাগাজিনের চলতি সংখ্যায় এ তথ্য ফাঁস করা হয়েছে। তারেক রহমানের ডান হাত হিসেবে পরিচিত এক ব্যক্তি গোয়েন্দা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে উলেস্নখ করা হয়েছে। তবে প্রতিবেদনে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
'বাংলাদেশ : পলিটিকস অব হেট' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বেগম জিয়ার ক্ষমতার শেষ দিকে ভারতের জাতীয় নিরাপত্তা অনেকটাই হুমকির সম্মুখীন হয়েছিল।
এটা হয়েছিল মূলত বেগম জিয়ার পরিবারের ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের কারণে। চলতি মাসেই বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের দক্ষিনহস্ত হিসেবে পরিচিত ব্যক্তি তদনত্মকারীদের জানিয়েছেন যে,
ঢাকার পাকিসত্মান দূতাবাস এবং আসমের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট বিএনপি তথা তারেক রহমানকে প্রায় এক কোটি ডলার দিয়েছিল গোপনে দশ ট্রাক অস্ত্র ভারতে ট্রানশিপমেন্টের জন্য, যা ভারতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ব্যবহার করা হবে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অসমের একটি মিলিটেণ্ট গ্রম্নপ যারা উত্তর-পূর্ব ভারতে স্বাধীন অসম রাজ্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে।
প্রতিবেদনে বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ব্যাপক উন্নতি হয়েছে বলে উলেস্নখ করা হয়েছে।
তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
সেনা কাস্টডিতে থাকা অবস্থায় ২০০৮ সালে তাকে বিদেশে পাঠানো হয়।
প্রতিবেদনে বেগম জিয়ার ১৩ নবেম্বর বাড়ি ছাড়ার ঘটনা উলেস্নখ করে বলা হয়েছে, দীর্ঘ ৩০ বছর পর ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে বেগম জিয়াকে উচ্ছেদ করা হয়েছে। এজন্য বিএনপি প্রতিবাদ হিসেবে হরতাল পালন করেছে। স্বাধীনতাযুদ্ধের বীর সেনানী জিয়াউর রহমানের নিহত হওয়ার পর থেকে বেগম জিয়া এ বাড়িতে বসবাস করে আসছিলেন।
প্রতিবেদনে বলা হয়, বিএনপি বর্তমানে অগোছালো অবস্থায় আছে।
এ দলটি গত জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে। বর্তমানে বিএনপি একাধিক গ্রম্নপে বিভক্ত। দলের মধ্যে কেবলমাত্র সংখ্যালঘু গ্রম্নপ বেগম জিয়ার পৰে রয়েছে। তাদের প্রধান শরিক দল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বর্তমনে জেলে আছে। তাদের বিরম্নদ্ধে দেশটির স্বাধীনতাযুদ্ধে বিরোধিতার অভিযোগ রয়েছে এবং তারা সম্ভাব্য অভিযুক্ত হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, জামায়াতের সঙ্গে জোট করায় বিএনপির সুনাম ৰুণ্ন হয়েছে। বিশেষ করে আনত্মর্জাতিকভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।