Dream Today,Create Tomorrow........
আমি তোমার সমুদ্র হবো
তুমি কি একটু ছুঁয়ে দেখবে তার গভীরতা?
একটু কি মাখাবে তোমার অঙ্গে
আমার সমুদ্রের হিমেল শীতল পরশ?
আমার সমুদ্রের সৈকতে এসো
প্রতিটি ঢেউ শূন্য বালুচরে আঁছড়ে পড়ে হতাশায়
লুটাতে চায় তোমার নগ্ন পদযূগলের পাতায়
ডাকছে তোমায় জলরাশি সমুদ্রের
তুমি আমাতে মিশে যাও।
সমুদ্রে আজ উত্তাল ঝড়
তুমি কি দেখতে চাও তার তান্ডবলীলা?
সমুদ্র হতে ঝরছে অঝোর ধারা
তোমার-ই অপেক্ষায়
আমার সমুদ্রে আমি মিশাবো তোমায়।
আমার সমুদ্রে আজ, আমি দিকভ্রষ্ট নাবিক
তুমি কি আসবে পথ দেখাতে আমায়
আমি বিশাল সমুদ্র হলাম,তোমার ভালোবাসায়
তুমি এসো, সমুদ্র ডাকছে তোমায়
যেমনি সকল নদ মিশে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।