ঐ যে জাহাজ
সাগরের পানি কেটে যাচ্ছিল
সকালে আলো ফোটার আগে
গেল ডুবে
তার নিকষ কালো ধ্বংসাবশেষ
স্বচ্ছ পানিকে দিল হটিয়ে।
বাচ্চা কাঁকড়া, তারা মাছ, ঝিনুক এবং চিংড়ি-- হায় সে কি কান্না!
মাছের পোনারা কি আর্তনাদই করল,
আর লুকালো প্রবালের কোটরে কোটরে।
তাদের সাজানো উদ্যান উধাও হল।
এসো, সাগরকে বঁচাই!
সাগরতো আমাদেরই।
পৃথিবীর সব শিশুর ভালবাসা দিয়ে
আবার আমরা সাগরকে পরিষ্কার করি।
আবেদনটি সিতি জালেহা এম. হাশিমের (মালয়েশিয়া থেকে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।