আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র হই



২৪) সমুদ্র হই কথার পিঠে কথা । জীবনে সুখ কথাগুলো সাড়ি সাড়ি বয়ে যায়। নরম হাত ধরে প্রার্থণার মত বসে থাকে অমিত সকাল। দলছুট দু'টো শালিক উড়তে উড়তে এসে বসে জানালার কার্নিশে। ওদের লুটোপুটি খেলায় তীব্র ভালবাসার উন্মেষ।

শালিকের কিচমিচ আমাদের জাগিয়ে রাখে। সূর্য উঠা দেখবো বলে ঘুমাইনি সারারাত। সমুদ্রের শব্দের সাথে মিশে যায় শালিকের কোলাহল। হঠাৎ বৃষ্টি নেমে এলে হাতধরে সবুজের দিকে যাই। প্রার্থণার মত হাতদু'টো ধরে ভিজতে থাকি সূর্যটাও ভিজতে থাকে।

প্রকৃতির সব কিছু বৃষ্টিতে ভিজতে থাকে। দু'টো মানবমানবী আমরা বৃষ্টির পানির সাথে মিশে সমুদ্রে যাই। নিমেষেই হারিয়ে যাই ঢেউ হয়ে। হাতে হাত রেখে সমুদ্র হই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.