আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র

আমি একজন বাঙ্গালি রমনী.......

সমুদ্র সব টুকু ঢেউ এ তুমি আমায় জরিয়ে নিও তার ঐ আবেগহীন দৃষ্টি কী তুমি লুফে নিতে পারো না আর কত কাল প্রতীক্ষায় থাকবো আমি জানি না কেন তুমি তোমার পথে এগিয়ে চলো আমার অস্পষ্ট বেদনা কেন তোমায় ছুয়ে দেখে না অনাগত কালেও কী আমার এমন বেদনা শীতল হবে না তুমি কী দেখো না আমার ফেলে আসা জল তোমার তীর ঘেষে অবহেলা তবে কেন এত আমার ও তরে এ কেমন ভালবাসা যা আমায় আলোরিত করছে সৃষ্টির এই রূপের কাছে আমার পরাজয় আমার সৃষ্টিশীল মন ও সেথায় মূল্যহীন। সমুদ্র তুমি কী বোঝ আমাকে যদি বোঝ তবে আমার কষ্টকে ম্লান করে করো আমায় মুক্ত যেন তাকে আর না খুজি আমি তোমার ঢেউ এ তাকে আমি দিতে চাই বিসর্জন কারণ সে আমার নয় সমুদ্র তোমার ঢোউয়ের শবোদ আমায় মুখরিত করো আমায় ভুলিয়ে দাও তাকে আমি ভুলে যাবো ভেবেই ভালবাসলাম তোমাকে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.