আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসার পর



তুমি এলে যেন রাজপুত্রীর কাঠি বদল হল। দৃষ্টি দিলে আর ভেঙ্গে গেল আসাফকাপের ঘুম। প্রেম ছিল না মোটে কাম ছিল না; এক যৌবনাবেগহীন- মন ছিল যে উড়ু উড়ু বাধাবন্ধনহীন। যুগের পর যুগ কেটে গেছে নিজেরই অজ্ঞাতে মন ছিল যে চুপ, শুধু বদলে গেছে বহিরাবরণ। চক্ষু খুলে দেখি। নিজের কায়া চিনতে হচ্ছে ভুল। বন্ধ চোখে দেখি, তুমি আছ অধীশ্বরী আমারই সজ্ঞাতে। ০৭/১০/৯৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।