আমাদের কথা খুঁজে নিন

   

আরাফাতের ময়দানে পূণ্যার্থীরা


ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম)- সারাবিশ্ব থেকে সমবেত প্রায় ২৫ লাখ মুসলমান হজ পালনে সোমবার সৌদি আরবের মক্কায় আরাফাতের ময়দানে সমবেত হযে়ছেন। মিনা থেকে রোববার রাতে আরাফাতের ময়দানে যাওযা়র সময় 'লাব্বাযে়ক আল্লাহুম্মা লাব্বাযে়ক, লাব্বাযে়ক লা শারিকা লাকা লাব্বাযে়ক, ইন্নাল হামদা ওযা়ননি'মাতা লাকা ওযা়লমুলক' ধ্বনিতে চারদিক মুখরিত হযে় ওঠে। এর অর্থ হল, "আমি হাজির। হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই; সব প্রশংসা ও নিযা়মত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। " একই ধ্বনিতে সোমবার মুখর থাকবে আরাফাতের ময়দান।

আরাফাতের মাঠে জোহরের নামাজের আগে বযা়ন ও খুতবা পাঠ করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি। খুতবা শেষে জোহর ও আছরের ওযা়ক্তের মাঝামাঝি সমযে় জামাতে 'কসর' নামাজ আদায় করবেন তারা। সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাত ময়দানেই অবস্থান করবেন সবাই। আরাফাত ময়দানে অবস্থান করা হজের অন্যতম 'ফরজ' বা অবশ্য পালনীয়। রোববার কাবা শরিফ তাওযা়ফের (প্রদক্ষিণ) মধ্য দিযে় হজ অনুষ্ঠান শুরু হয়।

হজ পালনরতরা এরপর কাবা মিনায় যান। সেখান থেকে তারা আরাফাতের ময়দানে যান। সোমবার আরাফাতের ময়দানে ইবাদতের পর তারা আবার মিনায় ফিরে জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করবেন। এরপর পশু কুরবানি করে মঙ্গলবার কাবায় ফিরে শেষ করবেন হজের আনুষ্ঠানিকতা। ২০০৬ সালে পাযে় ভিডে়র চাপে ৩৬৩ জন হাজি মারা যান।

গতবার বৃষ্টিতে দুর্ভোগে পডে়ন হাজিরা। এরাব বাংলাদেশ থেকে প্রায় ৯৩ হাজার জন হজে গেছেন। গতবার হজ পালন করতে যাওযা় চার বাংলাদেশির মৃত্যু হয়।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.