আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তির উদ্দেশ্যে বাচ্চা আরাফাতের কবিতা

নতুন দিগন্তের খোঁজে...

প্রাপ্তিকে কে কিভাবে দেখেন জানিনা। যারা 30 এর কোঠায় প্রাপ্তি তাদের মেয়ের বসয়ী। আমি ভাই বাচ্চা মানুষ (লোকে বলে) তারপর আবার নদীর এপারে (মানে অবিবাহিত)। সুতরাং প্রাপ্তিকে আমি আমার বোনের মতই ভাবি। প্রাপ্তির চেয়ে একটু বড় একটি বোন আছে আমার।

অনেকেই প্রাপ্তিকে নিয়ে লিখেছেন। অনেক আগে লেখা একটি ছড়া প্রাপ্তির উদ্দেশ্যে ব্লগে পোস্ট করতে চাই। আশা করি সবার ভাল লাগবে। ছোট্ট আপুর নরম গালে দিলাম একটা চুম অমনি দেখি আপু মনির ভেঙেই গেল ঘুম। কি আর করি জলদি গিয়ে লুকাই খাটের নিচে ছোট্ট আপু কেঁদেই দিল লুকানোটাই মিছে।

(একটি জাতীয় দৈনিকে শিশুদের পাতায় প্রকাশিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।