আমাদের কথা খুঁজে নিন

   

কাশ্মীর : স্বর্গরমণী // মাঈন উদ্দিন জাহেদ



কাশ্মীর : স্বর্গরমণী ক্ষুব্ধ প্রতিবাদে দু’হাত তুলে যে রমণী মদিনার সুউচ্চ মিনারের মত পাহারা দিয়েছো হযরতবাল- কী নামে ডাকবো তোমাকে ? কোমরে পেঁচিয়েছো যখন নেকাবের উড়নিটাও। কাশ্মীর! নও কোন সাধারণ রমণী গর্ভে নিয়েছো যারা অগণিত বেহেস্তী গোলাম না ফেরার মন্ত্রে যারা রাজপথে ঢেলে দেয় খুন এলোমেলো করে দেয় চুলের শোকে। কেশের অহংকার বুঝি আছে এই পৃথিবীতে কাশ্মীর! বিশ্বাসের তপ্ত জৌলুসে তুলেছে তোমার দ্রোহের হাল্কা; পাথ রে শুধু ছুরো তুমি ঘৃণা---- কাশ্মীর! শালিমার বাগের কন্যা- বেনোটেই ছোঁড়ো শুধু ঘৃণা... ঘৃণা... ঘৃণা... স্বর্গোদ্যানে আদমের ইভের শূণ্যতায় সর্গোদ্যানে আদমের প্রথম যে ত্রস্ততা- গোছাবে এখন তুমি, কাশ্মীর! স্বর্গ রমণী, পুরুষ পৃথিবীর শূণ্য হৃদয়। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.