আমাদের কথা খুঁজে নিন

   

কাশ্মীর নিয়া উম্মা ওয়ালাগো কাউ কাউ।



সামহোয়ারে দেখি কাশ্মীর নিয়া কতিপয় উম্মাওয়ালারা পোস্ট দেয়। তাইতো দেখি উম্মাওয়ালা গো ভাইয়েরা কাশ্মীরে উগ্রবাদীগো সাথে যুদ্ধে যোগ দিয়া ভারতীয় বাহিনীর হাতে নিহত হয়ে জান্নাতুল ফেরদৈস অর্জন করিতেছে। আবার অনেকে নাকি আফগান যুদ্ধে গিয়া শহীদ হইতেছে। কিছুদিন আগে নাকি কতিপয় বাংলাদেশীকে গুয়াতানামো বে তে বন্দি অবস্থায় পাওয়া গেছে । গো আজমের দেশের লোক তারা।

হাসিনা নাকি তালেবান আছিল কইয়া দেশের মান ইজ্জত ডুবাইয়া দিছিলো । তো এই দুই হারামজাদা কোথা থেকে আসলো? পরে জানা গেল হেরা নাকি আফগানিস্তানে মাজার জিয়ারত করতে গিয়েছিল। যাক খুব ভাল হেরা মাজার প্রেমী জামাত প্রেমী যে না। যাকগা ফালতু কথা কই বেশি। কাশ্মীরকে ভারত কোন দিন ছাড়বো না।

সেই কবে থেকে পাকিস্তান কাশ্মীর নিয়া ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা খেলতাছে। মাঝখান থেকে তাদেরকে বাংলাদেশ হারাতে হল। এখন পাকিস্তান তার নিজের অস্তিত্ব নিয়া টানাটানি তে আছে। বেলুচিস্তানের অধিবাসীরা স্বাধীনতার আন্দোলন করতাছে। আফগান-পাকিস্তান সীমান্তের দক্ষিন ওয়াজিরিস্তান অঞ্চল গুলিতে পাকিস্তানের কোন হুকুম চলে না।

লাদেন বাহিনীর কমান্ডার বাইতুল্লা মাসুদ সেটা দখল করে রেখেছে। তাই কাশ্মীর নিয়া তাগো এখন ভাবনার সময় নাই। যাক আমাগো দেশের কিছু উম্মাওয়ালারা এখন কাশ্মীর নিয়া ভাবছে। কথায় আছে না “বেগানো কি সাধী ম্য আব্দুল্যা দিয়ানা” আমাগো অবস্থা হয়েছে ঠিক এরকম । আমরা পাকিগো নিয়া লাফাই অথচ ওরা বিহারী গো নিতে চায় না।

উল্টা অবৈধ বাংলাদেশীগো পি আই এর ফ্লাইটে কইরা দেশে চালান কইরা দেয় । হাসিনা সময় কালে এটা বেশী হয়েছে। এখন তো কুয়েত, সৌদি থেকে কিল গুসি, লাথি মেরে রক্তারক্তি করে পাঠাইয়া দেয়। তারপর ও আমরা উম্মাাওয়ালাগো পক্ষে গলাবাজি করি। যে মাহাথির বাবারে রোল মডেল বানাইয়া প্রচার করি।

তারপরও দেহি মাহাথির সাহেবরা আমাগো জেলে পচাইয়া মারে। মাঝে মাঝে ভাবি কার সাথে আমাগো সর্ম্পক ভাল। সাদ্দামরে মেরে কোরবানীর ইদে তোফা দিল উম্মাওয়ালা মুসলমানগো। একটা মিছিল ওতো বাইর করতে পারলা না কাপূরুষের দল। তখন তথাকথিত ভারত বিরোধীরা তো ক্ষমতাতে ছিল।

সংসদে একটা নিন্দা প্রস্তাবতো আনতে পারলনা। কোন প্রভুর চাপে সেদিন উম্মাওয়ালার চুপ মেরেছিল। আর অন্যদিকে কাফেররা কি প্রতিবাদ টাই না করলো। এখন উম্মাওয়ালারা কাশ্মীর নিয়া ভাবে। আগে নিজেগো পার্বত্য জেলা ও তার আধিবাসীগো সমস্যা নিয়া ভাবো ।

কাশ্মীরের দিকে চাইতে গিয়া দেখবা নিজেগো পশ্চাৎপৃষ্ঠে বাশ ঢুকে যাচ্ছে যেমনটা এখন পাকিগো হচ্ছে। তাই সময় থাকতে সাবধান। নিজের চরকায় তেল দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.