রাজাকার মুক্ত বাংলাদেশ চাই
গতকাল রাত আনুমানিক ৮.৩০ এর সময় মিরপুর রোডের কলেজ গেট এলাকায় বাস থেকে নামলাম, বউ সহ। রিক্সাতে করে বাসায় যাওয়ার চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত একটা রিক্সাতে উঠলাম।
রাস্তার মুখে অনেক গুলো রিক্সা দাড়িয়ে আছে সোহরায়ার্দী কলেজের দিকে মুখ করে, অনেক টা জায়গা দখল করে। পিছনে বিহারীক্যাম্পের দিকের রাস্তা থেকে যে সব গাড়ী মিরপুর রোডের দিকে যেতে চাচ্ছে, তারা রাস্তার মুখে একটু রিক্সার জটলা তে পড়ছিলো।
আমি রিক্সাতে উঠে বসলাম, পিছনে আর একটা রিক্সাকে দেখি হঠাৎ করে সজোরে পিছন থেকে আর একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিলো। প্রথমে মনে হলো ব্যাপার টা কোনো দূর্ঘটনা, পরে দেখলাম, গাড়ীর ভিতর থেকে একজন লোক বের হয়ে সামনের রিক্সা ওয়ালাকে বেদম মারধর করা শুরু করলো। শুধু গাড়ীর সামনের রিক্সাটা না , আসে পাশের আরো অনেক রিক্সা ওয়ালাকে বেদম মারধর করা শুরু করল। কারণ, রিক্সাগুলো রাস্তার মুখ টা ব্লক করে রেখেছিলো।
আমি যে রিক্সাতে উঠেছিলাম, সে রিক্সাওয়ালাকে ও মাইর দেওয়া শুরু করলো, চড় থাপ্পর, কিল ঘুষি যা যা দেওয়া সম্ভব।
রিক্সাওয়ালার জামা ছিড়ে গেল। চোখের সামনেই সব ঘটে গেল।
কেন জানি মনে হচ্ছিলো, সে লোকাল কোনো নেতা কিংবা এমপির ভাই ভাতিজা। কারণ আশে পাশে আরো কমপক্ষে ৫০-৬০ জন মানুষ ছিলো, কেউ তাকে কিছু বলল না।
একজন মানুষ হিসেবে আমার উচিত ছিলো প্রতিবাদ করা, কিন্তু করতে পারি নাই।
কারণ, আমার নিজের জানের মায়া আছে, সাথে রিক্সাতে বউ আছে, তাই অসহায়ের মত সহ্য করছিলাম, বীরপুরুষ হতে চাই নাই। কেন জানি মনে হচ্ছিলো, তার কোমরে গোঁজা আছে কমপক্ষে ২ টা পিস্তল, তা না হলে এতো সাহস কেউ দেখাতে পারে না।
আমার অবস্হায় আপনারা হলে কি করতেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।