আমাদের কথা খুঁজে নিন

   

যেসব ভাইয়েরা কিছুদিনের মধ্যে প্রপোজ করতে যাচ্ছেন তাদের জন্য (আজাইরা।পড়া মানে টাইম লস)

শাতিলের পাতায় আপনাকে স্বাগতম হাতে তেমন কোন জরুরী কাজ না থাকলে পড়ে দেখতে পারেন। কারন যতই পড়বেন ততই জ্ঞ্যান বাড়বে। সেটা যত অখাদ্য লেখাই হোক না কেন। ফেবুতে আমি http://www.facebook.com/nafissadique.shatil যেসব ভাইয়েরা কিছুদিনের মধ্যে প্রপোজ করতে যাচ্ছেন তাদের জন্য প্রপোজ করার পর । ।

। । মেয়ে যদি বলে ওঠে "জুতার সাইজ জানো?" বুঝে নিবি বলছে তোকে "লাল গোলাপ আনো" মেয়ে যদি বলে "একটু সময় দিন" নিশ্চিত থাক তুই, সিগনাল তোর গ্রিন মেয়ে যখন মারমুখী বলে "ইটস টু মাচ" ভয় পাবিনা বলবি তুই "লাভ ইওর টাচ" মেয়ে যদি বলে "উহু। বন্ধু হতে পারি। " বলে দিলাম লিখে রাখিস হবেনা ছাড়াছাড়ি মেয়ে যদি বলে "চিনো আমার চাচাকে?" বাড়ি ফিরে আসবি তুই আপনা পিঠ বাচাকে মেয়ে যদি আংটি দেখায়, বলে "বুঝে নাও" হাসিমুখে বলবি তুই বিয়ের দাওয়াত তো দাও।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.