আমাদের কথা খুঁজে নিন

   

এলাকায় ডিজু হিজরাদের উতপাৎ



রাস্তায় বেরুলেই আজকাল ইয়ো ডিজু টাইপ কিছু পোলাপাইন দেখা যায়, মুখে এক চিলতে দাড়ি, বেল্ট হীন জিন্স প্রায় খুলে পরে অবস্থা, স্টাইলের চোটে কি করবে যেন বুঝতে পারেনা। অহেতুক তাদের নানা রকম উতপাৎ রোজ চলতেই থাকে যেমন মোড়ের গার্লস কলেজের সামনে র‌্যাম্প করা, বিনা উৎসবে ছাদে স্পিকার লাগিয়ে কর্কশ কন্ঠে গান গাওয়া, সাইলেন্সারহীন বাইক নিয়ে অযথাই দৌড়াদৌড়ি করা, মেয়েদের বাসার সামনে সারাদিন আড্ডা দেওয়া। আজ পাশের গলিতে দেখি তারা বিনা উৎসবে ফুলঝরি ফুট্টাচ্ছে। বন্ধুর বাসার নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম এক বন্ধুর সাথে হঠাৎ কি যেন উপর থেকে পড়ল। দেখি পায়ের কাছে পরে একটা আধা ফুটা ফুলঝরি। নিচ থেকে ডাক দিয়ে বললাম এভাবে ফেলার কারনটা কি শালারা ঊল্টা আরো একটা ফেলে ফাযলামো মারলো। উলটা আরো হাসাহাসি করছে ছাদে। এইসব ফাজিল গুলোরে নিয়ে যে কি করা যায়, মাঝে মাঝে মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পরে। কুকুর নিধনের মত এদেরমত ফাউল গুলোকেও সাফ করা দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.