তারপর?
তারপর – মানুষ লাটিমের ঘূর্ণিতে মিশে যায় । কেউ একজন আঙ্গুলে পেঁচিয়ে রাখে সুতলি ।শরীর অনবরত ঘামতে থাকে।ঘর্মাক্ত শরীরের দূর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠে । বাজারে সুগন্ধী দ্রব্যাদির দাম বাড়তে থাকে ।
তারপর?
তারপর – থিয়েটারের মঞ্চগুলো আস্তেআস্তে ঢেকে দেয় লাল পর্দা । যে বা যারা দর্শকের চেয়ারে বসে ছিল তারা একে অপরকে বলতে থাকে -শ্বাসটা এত দীর্ঘ করে না নিলেও পারতাম !পিছন থেকে একজন বলে উঠে -দুরর খামাখাই কিছু টাকা নষ্ট করলাম,
এই টাকা দিয়ে সহজেই এক শিশি আতর অথবা বডি স্প্রে অথবা জেসমিন ফ্লেবারের এয়ার ফ্রেসনার কিনতে পারতাম ।
তারপর?
তারপর – সেমিনার টেবিলের এজেন্ডা থেকে বেরিয়ে আসে
সব মানুষ মারা যাওয়ার পর পঁচে না
কেউ কেউ পঁচে যাওয়ার পর মারা যায় ।
তারপর?
তারপর – একজন পেইন্টার তার প্রতিটা দেয়াল লিখনের শেষে ছোটছোট অক্ষরে লিখে যান -
জীবন মানে -জীবনকে খোঁজে খোঁজে মৃত্যুর কাছে ফিরা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।