সারাদেশে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ৬টি সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৮৫ জন।
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, নড়াইল ও নাটোরে এসব দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের মধ্যে আগের দিন শনিবার গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির নামও রয়েছে।
এদের মধ্যে বগুড়ায় ৫ জন, দিনাজপুরে ও কুমিল্লায় ৩ জন করে, ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন, নাটোর ও নড়াইলে ১ জন করে নিহত হয়েছে।
আর গাইবান্ধায় গতকালের দুর্ঘটনায় নিহতদের তালিকায় আজ যোগ হয়েছে আরো এক জনের নাম।
বগুড়া
বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
আজ দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ঢাকাগামী এসআর পরিবহনের একটি বাস ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৫ জনকে।
আহতদের শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন-কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের মো. হানিফের স্ত্রী লাইলী বেগম (৪০), মেয়ে ফারজানা আক্তার (৭) ও অজ্ঞাতপরিচয় নারী(৩৫)।
আজ দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল হক প্রধান জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী শাহাজালাল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস বীরগঞ্জের বাদিয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা তাহমিনা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন।
এ সময় আহত হন দুই বাসের অন্তত ৫০ যাত্রী। নিহত ৩ জনই শাহজালাল এক্সপ্রেসের যাত্রী।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া মোড়ে বালু বহনকারী ট্রাক্টর চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।
আজ বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের পীর মোহাম্মদ (৪৭)ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী। দুর্ঘটনায় আহত একই পরিবারের তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- সুভাষ রায় (৪৮) ও তার স্ত্রী গৌরী রায় (৪৪) এবং তার কন্যা অর্পিতা রায় (২৫)। তাদের বাড়ি নাসিরনগর উপজেলায়।
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হানিফ জানান, বালুভর্তি একটি ট্রাক্টর কুট্টাপাড়া মোড়ে সরাইলের বাড়িউড়া থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও অপর তিনজন আহত হন।
এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস ও গ্যাসচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- প্রিয়তোষ দাস (২৮), পরিত্তোষ দাস (২৫), নন্দ দুলাল দাস (২৮) ও প্রদীপ দাস (৩২)। তাদের মধ্যে মারাত্মক আহত প্রিয়তোষ দাস ও পরিত্তোষ দাসকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
অন্য আহত দুই যাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায়।
কুমিল্লা
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
আজ সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার ও দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দির টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা দাউদকান্দির টোল প্লাজার সামনে রামগঞ্জ থেকে আসা ঢাকাগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই নারী যাত্রী নিহত হন। এতে আহত হন শিশুসহ তিনজন।
এদিকে, মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজারে বাসচাপায় সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের মঙ্গলপুর গ্রামের ভটভটি চালক আবদুল মান্নান (৩৫)নিহত হন।
নাটোর
নাটোরের সিংড়ায় মাইক্রোবাসের ধাক্কায় রতন প্রামাণিক (১৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
আজ দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়ার আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, রতন নাটোর থেকে ভটভটিতে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে নাটোর বগুড়া মহাসড়কের সেরকোল এলাকায় বগুড়াগামী একটি মাইক্রোবাস ভটভটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রতন গুরুতর আহত হন।
স্থানীয়রা রতনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে ভর্তি করে।
সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
নড়াইল
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নবুওয়াত সিকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বিকেলে নড়াইল-লহ্মীপাশা সড়কের গাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুড়িখালী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, বিকেলে বুড়িখালী গ্রামের বাসিন্দা নবুওয়ত সিকদার নড়াইল-লহ্মীপাশা সড়কের চেৌগাছা এলাকায় রাস্তা পার হওয়ার সময় নড়াইল থেকে লহ্মীপাশাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান্ধা
শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দু,টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে বাস চালক দিলীপ চন্দ্র (২৬) মারা গেছেন।
রোববার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিলীপ গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খুটুলি চন্দ্রের ছেলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।