ত্রিশ লক্ষ শহীদের আত্মদানের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে রাজাকারের কোনো স্থান নাই
বাংলাদেশে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের প্রবল বিরোধীতার মুখে রাষ্ট্রপতি এই অসাংবিধানিক কাজটি করেছেন। অথচ দেশে বর্তমানে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে নির্বাচনের এত আগে সেনা মোতায়েন করতে হবে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করতেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন তার শিক্ষিকার (বেগম খালেদা জিয়া) নির্দেশে এই কাজ করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।