ধর্মের নামে বিশৃঙ্খলা বিএনপি সমর্থন করে না: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। কিন্তু ধর্মের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, হানাহানি ও অরাজকতা বিএনপি সমর্থন করে না। আজ শনিবার সকালে দিনাজপুরে দলীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বেলা ১১টার দিকে দিনাজপুর লোকভবনে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, সত্য কথা বলার অপরাধে সরকার তাঁকে ৫৯ দিন জেলে আটক রেখেছিল। এ দেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে ছাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনাজপুরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এখন সবচেয়ে বড় ভাবনা দেশ। আগামী দিনে কে মন্ত্রী বা কে সাংসদ হবেন, সেটি ভাবার সময় নেই। সব ধরনের বিভেদ-কোন্দল ভুলে ঐক্যবদ্ধ থেকে এই সরকারের পতন ঘটাতে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজেরা তা বিশ্বাস বা চর্চা করে না। বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা চলছে বলেও মন্তব্য করেন তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।