..............................
ইদানিং সামহয়ারে আমি বেশ কিছু প্রবলেম প্রতিনিয়ত লক্ষ্য করছি। বুঝতেছিনা প্রবলেম গুলা কি শুধু আমার হচ্ছে । অন্যরা ও কি এ সমস্যায় ভুগছেন কিনা জানিনা। তবে মড়ারেটরদের দৃষ্টি আকর্ষন করছি এই সমস্যা গুলা সমাধানের।
১. পোষ্ট অটোড়্রাফট হয় না ।
২. মাঝে মাঝে পোষ্ট সাবমিট করার পর অনেকক্ষন অপেক্ষা করার পর দেখা যায় পোষ্ট হাওয়া।
৩. ছবি আপলোড় করলে কিছু ছবি লিংক ঠিক থাকা সত্তেও পোষ্টে দেখায় না ।
৪. হঠাৎ করে লগ আউট হয়ে যাওয়া ।
৫. কারো পোষ্টে কমেন্ট করলে মাঝে মাঝেই নেয় না আর যখন নেয় তখন একি কমেন্ট ২-৩ বার পোষ্ট হয়ে যায়।
৬. প্রোফাইল শ্লোগান এড়িটে ঝামেলা ।
দু:খজনক হলে ও সত্যি আমার এই পোষ্টটাই আমাকে রিপোষ্ট করতে হচ্ছে কারণ প্রথম পোষ্ট কোথায় হারাই গেছে আমি জানিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।