আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়ার ইন ব্লগ এ কিভাবে আসা!

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম , এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।

আমি ইন্টারনেট এর সাথে পরিচিত হই খুব বেশি দিন আগে না। ঢাকার বাইরে থাকার কারণে ইন্টারনেট চালানো খুব কঠিন ছিল। ব্রডব্যান্ড তো দূরের কথা, ডায়াল আপ ও সম্ভব ছিলনা। ২০০৮ এ ঢাকায় আসার পর ইন্টারনেট এর নিয়মিত গ্রাহক হয়ে যাই।

ব্লগ এর সাথে পরিচয় তেমন ছিলনা । বাংলায় ব্লগ চিন্তাই করতে পারিনি প্রথমে। কোন এক বন্ধুর কাছে একদিন শুনি সামহয়ার ইন ব্লগ এর কথা। একদিন ঢুকি কিন্তু আমার ব্রাউজার বাংলা ইউনিকোড দেখাতে পারিনি । বিফল মনোরথে তাই চলে যেতে হল।

যাই হোক কয়েকদিন পরে দরকারি ফন্ট আর কোডেক ইন্সটল করে চালান শুরু করি সামহয়ার ইন ব্লগ। আস্তে আস্তে এর সাথে ঘনিষ্ট সম্পর্ক হয়ে গেল এবং নিয়মিত পড়া শুরু করলাম। এক সময় মনে হল আমি ও তো পারি নিজের ভাবনা গুলো লিখতে এবং অন্যকে জানাতে। তাই করে ফেললাম একটা একাউন্ট। লেখা লেখি শুরু কিন্তু ব্লগের কঠিন নিয়ম ভেঙ্গে এখনও আমার লেখা প্রথম পাতায় আসেনি।

অপেক্ষায় আছি সেই দিনের জন্য যেদিন আমার লেখা প্রথম পাতায় আসবে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.