SHADOW OF LOVE
সবার আগে বড় ভাইদের দিলাম এক সালাম,
সামহয়ারে লেখার জন্য কম ছিলোনা চেষ্টা,
সময় করে লিখছি ব্লগ
করছি মন্তব,
দিচ্ছি আবার পিলাচ মাইনাস
করছি আনন্দ।
প্রতি রাতে লিখছি ব্লগ,
করছি টাকা নষ্ট,
ব্লগ লিখেন অনেক ব্লগার
দেখছি শধু সেইটা,
কবে পারবো তাদের মত
লিখতে এই ব্লগটা।
যানি আমি তাদের কাছে
অতি সামান্য
তার পরেও শিখার জন্য
নিচ্ছি পায়ের ধুলো।
মাঝে মাঝে ভয় যে করে
যদি করে ব্যান,
তাইলে আবার দেখা যারে
নোটিশ একখান,
রাত্রে আবার ঘুমের ভিতর
চিকনমিয়া করে বিরক্ত,
মাইনাস পাবার ভয়ে আমার
ঘুম যে হয় নষ্ট,
যাই হোক ভাই দুঃখের কথা
কইবো কারে আর ,
তাই বলে তো শিয়ার করলাম
আপনাদেরি সাথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।