আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম -১৯৯ (শালা/শালী)



শালা শব্দটির অর্থের অবনতি কম হয়নি। শালা শব্দের মূল সংস্কৃত 'শ্যালক' এবং উভয় শব্দইই স্ত্রীর ভ্রাতাকে নির্দেশ করত। বর্তমানে শ্যালক-ভগ্নিপতির সম্পর্কের অবনতির কারণে অথবা অন্য কোন পারিপাশ্বিক কারণে শালা শব্দটি পরিহাস বা গালি অর্থে বহুল প্রচলিত (কাল বিল-এর টাকা শালা কিছু না দিলে, ওরই একদিন কি আমারই একদিন - এখুনি, রমাপদ চৌধুরী; ট্রাম লাইনের দিকে হাঁটতে হাঁটতে টিকলুর ইচ্ছে হল ও চিৎকার করে বলে ওঠে, শালা টিকলু তুই মহৎ, তুই শালা বেজায় মহ- এখুনি, রমাপদ চৌধুরী; গুরু, তুমি আমাদের লোক? শালা এতক্ষণ নকশা করছিলে? - কালবেলা, সমরেশ মজুমদার; আমার শরীরে শালা চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে - ঘূণপোকা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়)। মজার ব্যাপার হচ্ছে প্রকৃত শ্যালক বা শালাও শব্দটিকে সহজে মেনে নিতে চায় না। সোজা কথায়, সামাজিক দিক থেকেও শালা শব্দটি শালীনতার সনদ পায়নি।

আর হিন্দি এক প্রবাদ বাক্যে রয়েছে 'কসবি কিসকা জরু, ভেড়ূয়া কিসকা শালা'। অন্যদিকে শালী শব্দটি দুভাবে গঠিত হতে পারে। যেমন শালা (গৃহ) + ইন = শালী অথবা শাল্ (শ্লাঘা করা) + ইন = শালী। বিশেষণে এ শালী অর্থ শোভামান, যুক্ত, বিশিষ্ট। কিন্তু বিশেষ্যে কালীজিরা।

আবার সংস্কৃত 'শ্যালিকা' থেকে উদ্ভূত 'শালী' শব্দটির অর্থ স্ত্রীর ছোট বোন। জ্ঞানেন্দ্রমোহন দাস এই 'শালী' শব্দটির বিবর্তন দেখিয়েছেন এভাবে : শ্যালিকা > শ্যালী > শালী। শালি বানানভেদ (আপনার পানে চায় না শালি/পরকে বলে টোবা গালি - প্রবাদ)।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।