আমাদের কথা খুঁজে নিন

   

'ধর্মের নামে' ও 'ইসলামের নামে'শীর্ষক শব্দগুলো শুনলে জিদে কষ্টে শরীরের প্রতিটি পশম বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে যায়।

সাতশ কোটি মানুষের মধ্যে আমি ও একজন মানুষ । আমার আমিতে, আমাতে আর কেউ নই । 'ধর্মের নামে' ও 'ইসলামের নামে'শীর্ষক শব্দগুলো শুনলে জিদে কষ্টে শরীরের প্রতিটি পশম বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। ধইঞ্চার দলকে জিজ্ঞেস করতে মন চায়, ধর্মাপরাধীদের বিরোদ্ধে নিরিহ আলেম সমাজের আন্দোলন যদি হয়, ধর্মের নাম ভাঙ্গানো! তবে ধর্মের জন্য প্রকৃত লড়াই করে বাম-নাস্তিক ও আওয়ামীলীগ? আলেমগন ইসলামের কথা বললে হয় ইসলামের অপব্যখ্যা, তবে ইসলামের সঠিক ব্যখা শুনতে হবে আসিফ মহিউদ্দিনদের কাছ থেকে? যাদের পেটে পাড়া দিলেও শুদ্ধ উচ্চারণে সুরায়ে ফাতিহা বের হবে কিনা সন্দেহ, তারাই আজ কোনটা ধর্মের নামে আর কোনটা ধর্মের জন্য, কোনটা ধর্মের সঠিক ব্যখ্যা আর কোনটা ভুলব্যখা-সেটা নির্ণয় করে দেয়? ৫টি তাজা মানুষকে রক্তস্নান করানোর পর, গুলির বৃষ্টি দিয়ে খুনের স্রোত বইয়ে দেওয়ার পরও আক্রান্তদের তান্ডবের সংবাদ প্রচার করেছেমিডিয়া! প্র্যক্টিসিং ও প্রকৃত মুসলিমদের আন্দোলনকে একবার জামাতের আবার জঙ্গিদেরআন্দোলন! কোটি মানুষের স্বত:স্ফুর্ত বিক্ষোভও কতিপয় ইসলামিক দলের আন্দোলন!! এসব সমস্যার ১টাই সমাধান, সেটা হলো এক্য, ঐক্য এবং ঐক্যবদ্ধ আন্দোলন। হাদীসের ঘোষণা অনুযায়ী আল্লাহর সাহায্যও আসে জামাতবদ্ধদের সাথে।

গ্রুফিং বজায় রেখে ইসলাম রক্ষা দ্বিবাস্বপ্ন মাত্র। কেন গতকাল একটি সমন্বিত আন্দোলন হলো না? কেন হাটহাজারী, বসুন্ধরা ও জমিয়তে আহলে হাদীসের পৃথক পৃথক বিবৃতি? কেন ইসলামী আন্দোলনের লোকেরা কাল মাঠে নামে নি? জবাব চাই না, চাই সমাধান। একে অন্যের কাছে আগবেড়ে নিজের সব মতামতকে বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থে এক হতে হবে, শুধুমাত্র ১টি ইস্যুভিত্তিক আন্দোলনে। যারা ঐক্যের জন্য অজুহাত খুঁজে বেড়ান, ইসলামের ঐক্যের গুরুত্বই বিঝেন না। রাসুলুল্লাহ সা: মুনাফেক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর মতো গুপ্তকাফেরকেও হজমও সহ্য করে নিয়েছিলেন নিছক ঐক্যরক্ষার খাতিরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.