# শাফিক আফতাব # কোথাও দাম নেই, এমনকি কাজের বুয়া আমিনা ; সেও ধমকায়, মোবাইল কললিষ্টে কয়েকশত নাম, চলার পথে কতশত বন্ধু ; প্রিয়জন ; কেউ খোঁজটি পর্যন্ত রাখেনা কেউ দরকার মনে করেনা আমার সাথে যোগাযোগের ; অনেক মেধাবী মুখ, তুখোর সাংবাদিক, কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যপক, জাঁদরেল কথাসাহিত্যিক, কবি, বড় চাকুরে, কেউ আমার কম দামের মোবাইল যন্ত্রটির আহবান শোনেনা ; কান্না কেউ শোনেনা। রাত্রির গভীরে ক্রমাগত রিং বাজতে থাকে ; বাজতে বাজতে চার্জ কমে বড় ক্লান্ত হয় আমার আদুরে মোবাইল, তবু কেউ রিসিভ করে বলে না : কেমন আছেন ? বউ বাচ্চা ? মেধার শক্তি দিয়ে উঁচু দরের চাকরি জোটাতে পারিনি আমি, কেনোনা মেধা সৃজনের জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, কিংবা টাকার তোড়ে বাগাতে পারিনা ক্লাশ একটি ওয়ান চাকরি, তৃণমূল ছোটলোক বলে হাই রেঙ্কের কোনো আত্মী নেই আমার এই দেশে, আমার মেধা, টাকা আর চাকির নেই বলে বড় অফিসার শালার বোনকে বিয়ে করতে পারিনি ; বস্তুত আমার ফোন ধরবে কেনো রুই কাতলার দল ; আমি তো গুঁড়া মাছের ভাগা তৃণমূল প্রান্তিক এক কৃষকের সন্তান কমদামের পোকাখাওয়া বেগুনই আমার খোঁজ রাখবে। মেধা আর টাকা নেই বলে আমি আজ সমাজের উচ্ছিষ্ট ; আমার বাক্য, আমার কল, আমার আবেদন কারো করুণা নিয়ে আসেনা কাজের মেয়ে আমিনা মাসিক বেতন বাকী পড়েছে বলে সে ধমকায় বলে : বড়লোক নি ! শার্টপ্যান্ট পড়া সাহেব ভাবসাবে নবাব, সুলসুলা বান্দরের মতো স্বভাব। ২৩.০২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।