আমাদের কথা খুঁজে নিন

   

তৃণমূল ফাউন্ডেশন..... আগে পিছে কিছু কথা



তৃণমূল

...... তোমার জীবনের নিভু নিভু টিমটিমে আলোতে আমরা তোমায় হয়তো বাঁচার রসদ দিতে পারবোনা । তবে একটু ক্ষণের জন্য ব্যথা উপশমে আমরা থাকবো তোমার পাশে.....এই সত্যি বলছি! কথা দিচ্ছি..... আরে সত্যিই কথা দিচ্ছি ………একদম সত্যি বলছি……আমরা আছি তোমার পাশে। তোমার মৃত্যুর ঠিক দুই দিন/৪৮ ঘন্টা আগে তুমি আর জানবেনা যে তোমার ব্লাড ক্যানসার হয়েছে। ছয় মাস পর্যন্ত তুমি মরণ ব্যধি ক্যানসারের অসহ্য যন্ত্রনা নিয়ে চিকিৎসাহীন ভাবে কাটিয়ে দিয়ে আজ অথবা কালই এই সুন্দর নীলাভ আকাশের নিচের সবুজ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছো। আর কেউ ঝাড় ফুক করে তোমার সন্তানের চিকিৎসার নাম পায়ে পাড়িয়ে পিষ্ঠ করবেনা।

আর কোন ডাক্তার তোমায় পয়সা কম দিবার অপরাধে অশ না করে তোমার স্থিমজ্জা নিবেনা তোমার অস্থি ছিদ্র করে। আর কখনো তুমি ব্যথায় গগণ বিদারী চিৎকরে ক্যনসার ক্লিনিকের ইটের ছাদে ঝুলানো জমকালো ঝুলবাতি ঝনঝন করে উঠবেনা। আমরা হয়তো তোমায় বাঁচাতে পারবোনা। তবে তোমার ব্যথার উপশম করে তোমায় শান্তিতে মরতে দিব কথা দিচ্ছি। সত্যি কথা দিচ্ছি…
https://www.facebook.com/groups/treenomuleefoundation/ (একটি স্বেচ্ছাসেবী সংগঠন)


তৃণমূল ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এটি ২০০২ হতে ক্যানসার,হার্ট ডিজিজ এর রোগীদের এবং শিশুদের মরণঘাতী কিংবা চিকিৎসায় অসমর্থ শিশুদের রোগের চিকিৎসার ক্ষুদ্রতম ব্যয়ভার বহণ করে আসছে। আমরা পাঁচটি মৌলিক চাহিদাকে খাদ্য ,বস্ত্র,শিক্ষা, চিকিৎসা,বাসস্থান এই ভাবে না সাজিয়ে সাজিয়েছি.... খাদ্য> চিকিৎসা> বস্ত্র>বাসস্থান>শিক্ষা এই হিসাবে। কারণ আমাদের মতে নিজে বাঁচলে যেমন বাপের নাম তেমনি বেঁচে থাকলে বাকি সব। যে কেউ আপনারা আমাদের সঙ্গে এসে সদস্য হতে পারেন। আপনার দেওয়া একটি টাকা হয়তো কোন মৃত্যু পথযাত্রীকে একটি মিনিট এর জণ্য হলেও একটু ব্যথার উপশম করতে সহায়তা করবে।

ধন্যবাদান্তে....... treenomulee foundar

..............a relation between light and shadow


যোগাযোগঃ 0167- 3260171 (সজল ..এম.ডি তৃণমূল ) ,0174-3480863 ( মেহেদী আসিফ সহঃ এম ডি তৃণমূল )
email- treenomule.2012@gmail.com



Treenomule foundation গ্রুপের জন্য ফান্ডিং গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০২ সাল হতে এটি নাম পরিচয়হীন ভাবে ৬০ জন ক্যানসার আক্রান্ত,হার্ট ডিজিজ ধারী ও দুঃস্থ পরিবারের শিশুদের চনূন্যতম চিকিৎসা সেবা প্রদান করে আসছে। কখনো ওষুধ ক্রয় করে দিয়েছে,কখনো প্যাথোলোজি টেষ্ট এর খরচ দিয়েছে,কখনো প্যাথলজি টেষ্টের জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে রিকুয়েস্ট করে টেস্টিং খরচ বাঁচিয়ে দিয়ে,কখনো এফ.সি.পি.এস ডাক্তার বা বড় বড় ডিগ্রীধারী ডাক্তারদের মোটা অংকের ভিজিট দিয়ে,কখনো গ্রাম হতে আসা রোগীদের খাবার আর রাত্রি যাপনের ব্যবস্থা করে। কখনো বা শুধুই রোগীটাকে সঠিক চিকিৎসার জন্য সঠিক জায়গায় নিয়ে যেতে সারাদিন ছুটাছুটি করে। এখন আমরা সিধান্ত নিয়েছি রোগীদের সেবার পরিধিটি আরও বাড়াতে চাই এবং সাথে আরও দুই একটি ইভেন্ট যোগ করতে চাই।

তাই সদস্য যারা আছেন এবং যদি কেউ সদস্য হতে স্বেচ্ছায় ইচ্ছা পোষণ করেন তবে তাদের নিকট হতে সামান্য অনুদান প্রার্থণা করছি যার অংক খুব সামান্য। আমরা প্রতিদিন অনেকেই চুরুট পুড়িয়ে ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি প্রায় ৩০-৯০ টাকা হতে আরও বড় অংকের টাকা। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিনা কারণ অপ্রয়োজনীয় (/প্রয়োজনের বাইরে যেটা ) কথা বলে শেষ করছি ৫০ হতে ১০০ টাকা। আসুন আমরা সেই সব মানুষ যাদের জীবনের শেষ আলো টুকু টিম টিম করে জ্বলছে নিভে যাবার অপেক্ষায়, তাদের জন্য অন্তত একটা ব্যথা নাশক ওষুধের ব্যবস্থা করে অনন্ত একটি রাতের জন্য হলেও তাদেরকে একটু নির্ব্যথামুক্ত ঘুমের ব্যবস্থা করে দিতে আমরা আমাদের হাতটা বাড়িয়ে দেই। হয়তো আপনার সামান্য একটি টাকায় এক চিলতে আলো দেখবে হয়তো কোন শেষ খেয়ার যাত্রী।



সদস্যদের প্রদেয় অনুদানকে আমরা মোট পাঁচ ক্যাটাগরীতে ভাগ করছি………………………..

দৈনিক ১ টাকা হারে অনুদান > ক্যাটাগরী - D

দৈনিক ২ টাকা হারে অনুদান > ক্যাটাগরী - C
দৈনিক ৩ টাকা হারে অনুদান > ক্যাটাগরী - B

দৈনিক ৪ টাকা হারে অনুদান > ক্যাটাগরী - A

*দৈনিক ৫ টাকা হারে অনুদান > স্টার মেম্বার


প্রত্যেক মেম্বার তাদের অনুদানের টাকা বছরে একবারে প্রদান করতে পারবেন যদি তিনি চান । এ ক্ষেত্রে তিনি জুনের ২৫ তারিখ হতে জুলাই এর ১০ তারিখের ভিতর অথবা এবং ডিসেম্বরের ২৫ তরিখ হতে জানুয়ারীর ১০ তারিখের ভিতর প্রদান করতে পারবেন।

অথবা STAR ,A , B এই তিন ক্যাটাগরির সদস্যগণ তাদের অনুদানের অর্থকে দুই ভাগ করে বছরে দুই টর্মে দিতে পারবেন।

সে ক্ষেত্রে তিনি জুনের ২৫ তারিখ হতে জুলাই এর ১০ তারিখের ভিতর একবার এবং ডিসেম্বরের ২৫ তরিখ হতে জানুয়ারীর ১০ তারিখে দ্বিতীয় বারে প্রদান করতে পারবেন।

অথবা ………

স্টার- মেম্বারগণ .....

৫*৩৬৫= ১৮২৫ টাকা তিন টার্মে জমা দিতে পারবেন প্রতি চার মাস অন্তর।


প্রতি চার মাস অন্তর তিনি দিবেন ৬১০ টাকা করে।

# এপ্রিলের ২৫ তারিখ হতে মে মাসের ১০ তারিখের ভিতর প্রথম টার্মের ৬১০ টাকা দিবেন।

# আগস্টের ২৫ তারিখ হতে সেপ্টেম্বর এর ১০ তারিখের ভিতর দ্বিতীয় টার্মের ৬১০ টাকা দিবেন।

# ডিসেম্বরের ২৫ তারিখ হতে জানুয়ারীর ১০ তারিখের ভিতর তৃতীয় টার্মের ৬১০ টাকা দিবেন।

ক্যাটাগরি -A মেম্বারগন .....

৪* ৩৬৫=১৪৬০ টাকা তিন টার্মে জমা দিতে পারবেন প্রতি চার মাস অন্তর।



# এপ্রিলের ২৫ তারিখ হতে মে মাসের ১০ তারিখের ভিতর প্রথম টার্মের ৪৯০ টাকা দিবেন।

# আগস্টের ২৫ তারিখ হতে সেপ্টেম্বর এর ১০ তারিখের ভিতর দ্বিতীয় টার্মের ৪১০ টাকা দিবেন।

# ডিসেম্বরের ২৫ তারিখ হতে জানুয়ারীর ১০ তারিখের ভিতর তৃতীয় টার্মের ৪৯০ টাকা দিবেন।

ক্যাটাগরি -B মেম্বারগন ৩* ৩৬৫= ১০৯৫ টাকা তিন টার্মে জমা দিতে পারবেন প্রতি চার মাস অন্তর।

# এপ্রিলের ২৫ তারিখ হতে মে মাসের ১০ তারিখের ভিতর প্রথম টার্মের ৩৬৫ টাকা দিবেন।



# আগস্টের ২৫ তারিখ হতে সেপ্টেম্বর এর ১০ তারিখের ভিতর দ্বিতীয় টার্মের ৩৬৫ টাকা দিবেন।

# ডিসেম্বরের ২৫ তারিখ হতে জানুয়ারীর ১০ তারিখের ভিতর তৃতীয় টার্মের ৩৬৫ টাকা দিবেন।

ক্যাটাগরি – C মেম্বারগন ২* ৩৬৫= ৭৩০ টাকা দুই টার্মে জমা দিতে পারবেন প্রতি ছয় মাস অন্তর।

জুনের ২৫ তারিখ হতে জুলাই এর ১০ তারিখের ভিতর প্রথম টার্মের ৩৬৫ টাকা দিবেন।

# ডিসেম্বরের ২৫ তারিখ হতে জানুয়ারীর ১০ তারিখের ভিতর দ্বিতীয় টার্মের ৩৬৫ টাকা দিবেন।



ক্যাটাগরি – D মেম্বারগন ১*৩৬৫ =৩৬৫ টাকা এক টার্মেই ………
ডিসেম্বরের ২৫ তারিখ হতে জানুয়ারীর ১০ তারিখের ভিতর ৩৬৫ টাকা দিবেন।
তবে ২০১৪ সালের জণ্য শুধু টাকাটি তার জুনের ২৫ তারিখ হতে জুলাই এর ১০ তারিখের ভিতর ৩৬৫ টাকা দিতে হবে।

• এছাড়াও বিশেষ একটি বিশেষ ক্যাটাগরি রয়েছে যাদের সামর্থ একদমই নেই তবে ইচ্ছা রয়েছে মানুষ হয়ে মানুষের জন্য কিছু করার।
তারা সদস্য হয়ে দৈনিক ৫০ পয়সা হারে এক বছরে মাত্র ১৮০ টাকা এক বারে প্রদান করতে পারবেন। এবং এটা তারা জানুয়ারীর ১০ তারিখের ভিতর প্রদান করতে পারবেন।



টাকা গ্রহনের জন্য দুইটি বিকাশ একাউন্ট দেওয়া হবে এবং প্রাপ্ত অনুদানের টাকা রক্ষণ করার জন্য তৃনমূল ফাউন্ডেশন এর নামে একটি ব্যাংক হিসাব খোলা হবে। প্রত্যেক সদস্যের টাকার হিসাব প্রদান করা হবে এবং যারা দুরে থাকবেন তাদের টাকা প্রাপ্তির কথা তৃণমূল ফাউন্ডেশনের গ্রুপে এন্ট্রি করে রাখা হবে। যদি কোন সদস্য তার অনুদানের পরিমান গোপণ রাখতে চান তবে সেটা গোপণ থাকবে।

যে সকল খাতে ফান্ডের অর্থ ব্যায় হবেঃ
============================
***** হতদরিদ্রের চিকিৎসা খরচ ( মরনঘাতী ব্যধির ক্ষেত্রে অগ্রাধিকার)
পরিত্যাক্ত শিশুদের জন্য একটি স্থায়ী ঠিকানা খুঁজে দেওয়া সহ দারিদ্র সীমার নীচে বসতকরীদের শীতবস্ত্র বিতরণ (একদম ছিন্নমূলদের )।
মানবিক বিপর্যয়ের ক্ষেত্রে আমাদের মূলধন বিবেচনা আর তথ্য সংগ্রহ করে সত্যতা যাচাই সাপেক্ষ্যে তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া ।


< > অনাথ মেধাবী শিশুদের নূন্যতম শিক্ষা খরচ বহন করা ।
< > নির্যাতিত শিশু গৃহকর্মীদের আইনি সহায়তা প্রদান করা।


< > তৃণমূল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ ও সন্মানিত উপদেষ্টা মন্ডলী ও সদস্যবৃন্দঃ
=============================

< > শারদ শিশির – স্বত্ত্বাধীকারী এন্ড প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অব তৃনমৃল ফাউন্ডেশন , তৃনমূল ইন্টরটেইনমেন্ট, তৃনমূল মিডিয়া এন্ড এক্সক্লুসিভ ওয়ার্ল্ড নিউজ

< > শশী লুসিফার --- ভাইস চেয়ারম্যান অব তৃনমৃল ফাউন্ডেশন এন্ড কো অর্ডিনেটর অব তৃনমূল ইন্টারটেইনমেন্ট

< > ম্যানেজিং ডিরেক্টর অব তৃণমূল ফাউন্ডেশন
============================
১) গোলাম তৌহীদ জসি --- এম.ডি তৃনমৃল ফাউন্ডেশন এন্ড ভাইস চেয়ারম্যান অব তৃনমূল ইন্টারটেইনমেন্ট
২) এইচ.আই.সজল --- এম.ডি তৃনমৃল ফাউন্ডেশন এন্ড কো অর্ডিনেটর অব তৃনমূল ইন্টারটেইনমেন্ট
৩) জামান রফিক/ রফিুল ইসলাম ------এম.ডি তৃনমৃল ফাউন্ডেশন
৪) মেহেদী আসিফ----এম.ডি তৃনমৃল ফাউন্ডেশন এন্ড কো অর্ডিনেটর অব তৃনমূল ইন্টারটেইনমেন্ট
৫) নীলকন্ঠ জয়---এম.ডি তৃনমৃল ফাউন্ডেশন


< > সহকারী এম.ডি এট তৃনমৃল ফাউন্ডেশন
=====================

১) আবু ইউসুফ –--
২)রওনক সুকান্ত---
৩)মুহিবিল্লাহ সিদ্দিকী---
৪) জিসান ----
৫) রুবাইয়াৎ অরণ্য ইভা

< > শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলীগণ
===============
১) শক্তিমান শব্দ সৈনিক আতিকুল ইসলাম ঘাসফুল
২) লেখক সাংবাদিক গোলাম মোস্তফা সংগ্রাম
৩) অধ্যাপক শাহীন …
৪) প্রফেসর ডঃ গোলাম মুক্তাদির রচি
৫) শারদ শিশির অরণ্য
৬) লেখক কবি মাটির ময়না কে.ইমরান
৭ ) আ্যাডভোকেট তারিকুল ইসলাম এ. পি.পি.এম
৮) লিপিকা আমিন (ব্যাংকার)
৯) অনলাইন এ্যাকটিভিটিস্ট প্রোকৌশলী মিঃ ওয়াচডগ
১০) লেখক সাংবাদিক সমাজকর্মী রশিদ জামিল
১১) লেখক কবি শব্দ সৈনিক কবির য়াহমদ
১২) সঙ্গীত ব্যক্তিত্ব ব্যবসায়ী সফিকুল ইসলাম মেজদা
১৩) কবি সমাজ কর্মী নীলকন্ঠ জয়

[আমরা যাদের উপদেষ্টা করেছি তারা যে কেউ চাইলে তার নাম প্রত্যাখান করতে আমাদের আদেশ করতে পারেন। এবং তারা যদি কেউ ভােন যে তাদর পকেট হতে আমরা র্থ কড়ি হাতিয়ে নিতে তাদের নাম বসিয়ে দিয়েছি তবে তাদের বলবো আপনাদের সবে মাত্র জন্ম হয়েছে। আজও পৃথিবীকে জানা হয়নি আপনাদের।

করণ আপনাদেরে আমরা আমাের অভিভাবক হিসাবে রেখেছি। আপনাদের অনেকের অনেক অর্থ থাকতে পারে তাতে তৃনমূলের কোন নজর নই। তৃণমূল এম ডি র স্টর মেম্বর আর মেম্বারদের ১ টাকা ৫ টাকাতেই চলবে ঠিক যতটা পথ চলা যায় দূর্বল পায়ে। আর আমি অনেকের ই অনুমতি ব্যিত উপদেষ্টা পদে বা সদস পদে এম ডি পদে তাদের নাম বসিয়েছি তাই তারা না চাইলে আমাকে অবগত করবেন । মি এডিট করে মুছে দিব।

]

< > অর্থ উপদেষ্টাঃ আবু ইউসুফ , মেহেদী আসিফ
< > উপদেষ্টা সহকারীঃ জিসান , রুবাইয়াৎ অরণ্য ইভা

////অফটকঃ স্বত্ত্বাধীকারী এন্ড প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অব তৃনমৃল ফাউন্ডেশন , তৃনমূল ইন্টরটেইনমেন্ট, তৃনমূল মিডিয়া এন্ড এক্সক্লুসিভ ওয়ার্ল্ড নিউজ এর কার্যক্রম পরিচালনায় শারদ শিশির এর অবর্তমানে এর সকল দ্বায়ভার গোলাম তৌহিদ জসি ,মেহেদী আসিফ ,রুবাইাৎ অরণ্য ইভা এবং এইচ.আই.সজল এর উপর বর্তাবে। যদি কেউ সদস্য পদ এবং এবং তার উপর অর্পিত দ্বায়ভার হতে অব্যহতি নিতে চায় তবে তিনি তৃণমূল চেয়ারম্যান বা কর্তৃপক্ষকে জানিয়ে তার সদস্যপদ বা দ্বায়ভার হতে অব্যহতি নিতে পারবেন। এবং যদি কন বন্ধু আমাদের ক্যাটাগরীর বাইরে কিছু ডোনেট করতে চান তবে আমাদের জানাবেন।



< > সদস্য বৃন্দ
====================

১) শারদ শিশির -----স্টার মেম্বার
২) শশী লুসিফার----স্টার মেম্বার
৩) গোলাম তৌহিদ জসি--- স্টার মেম্বার
৪) নীলকন্ঠ জয় -----স্টার মেম্বার
৫) প্রফেসর ডঃ গোলাম মুক্তাদির রচি -----স্টার মেম্বার
৬) আফরিন সুলতানা / Sparkling Tas --- স্টার মেম্বার
৭) এইচ.আই.সজল --- সদস্য ---ক্যাটাগরি ---?
৮) মেহেদী আসিফ……. সদস্য ---ক্যাটাগরি ---?
৯) রুবাইয়াৎ অরণ্য ইভা---- সদস্য ---ক্যাটাগরি ---?
১০) জিসান ---- স্টার মেম্বার
১১) মোস্তাহিদ অন্তু ---- সদস্য ---ক্যাটাগরি ---?
১২) আবু ইউসুফ---- স্টার মেম্বার
১৩) কে.এস. মিল্টন-----সদস্য ----ক্যাটাগরি--- C
১৪) আইনুল হাসান দুলদুল ------- সদস্য ----ক্যাটাগরি--- C
১৫) এস.কে. সানি………সদস্য সদস্য ----ক্যাটাগরি--- D
১৬) এম. বুলবুল------ সদস্য সদস্য ----ক্যাটাগরি--- D
*১৭) ইরফান আব্রাহাম------ সদস্য সদস্য --- বিশেষ ক্যাটাগরী
১৯) ধ্রুব মিস্ত্রী----স্টার মেম্বার
২০) অধ্যাপক শাহিন ……স্টার মেম্বার
২১)আ্যাডভোকেট তারিকুল ইসলাম-----স্টার মেম্বার
২২) কালিম ফরাজি -----স্টার মেম্বার
২৩) লিপিকা আমিন------স্টার মেম্বার
২৪) অধ্যাপক আরিফা ইসলাম ……. সদস্য -- ক্যাটাগরি ---A
২৫) মিতা ইয়াসমিন---- সদস্য ---ক্যাটাগরি ---A
২৬) মুহিবিল্লাহ সিদ্দিকী-----স্টার মেম্বার
২৭) রওনক সুকান্ত------- সদস্য ---ক্যাটাগরি ---?
২৮) নীল কন্ঠ জয় এর বন্ধু----স্টার মেম্বার
২৯) আঞ্জুমান আরা ফারিন …… সদস্য ---ক্যাটাগরি ---?
৩০)

### সদস্য বাড়লে তাদের এ্যাড করে নাম বসিয়ে দেওয়া হবে।
এবং কেউ ক্যাটাগরি বদল করতে চাইলে মেসেজ বা সেলোনে জানিয়ে দিেন।

মরা তা এডিট করে নিব।

আপাতত যোগাযোগঃ 0167- 3260171 (সজল ..এম.ডি তৃণমূল ফাউন্ডেশন) ,0174-3480863 ( মেহেদী আসিফ এম ডি তৃণমূল ফাউন্ডেশন ) & 016-79791851 ( তৃণমূল অফিস সহকারী)

email- treenomule.2012@gmail.com

সবাইক শ্রদ্ধা সহ বিনম্র ভালবাসা। সুনর হোক সারাবেলা।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.