আমাদের কথা খুঁজে নিন

   

খসড়া : সাইবার ওয়ার্ল্ডকে ব্যাবহার করে মেয়েদের বাস্তব জীবনে ভায়োলেন্স প্রসার। সাইবার আইন আছে কি? এ বিষয়ে জানতে চাই।

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/
ওয়েবে ভার্চুয়াল ভাবে হ্যারাস করা হচ্ছে মেয়েদের, কিছু ওয়েব সাইট আছে যারা মাইক্রো ব্লগ আকারে প্রতিদিনই অসংখ মেয়েদের নম্বর তুলে দিচ্ছে পাবলিকলি এবং অশোভন ইংগিত করে। এরা সাইবার দুনিয়াকে ব্যাবহার করে প্রতিনিয়ত বাস্তব জীবনে বেঁচে থাকা দুস্কর করে তুলছে অসংখ্য মেয়ের। বেশ কিছু সাইট মনিটর করছি কিছু দিন ধরে। এরকম সাইটের বিপক্ষে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? যেমন, ১. ওদেরকে ইনফর্ম করা যায় যে এব বিপক্ষে ব্যাবস্থা নিতে (খুব একটা কাজের না এই পদ্ধতি।) ২. বিটিআরসি এগিয়ে এসে ওদের বাংলাদেশে এক্সেস বন্ধ করতে পারে (প্রক্সি কে ঠেকাইবো?) ৩. ওয়েব সাইটের দায়িত্বরত এডু/মডুদের সাথে আলোচনা করে দায়ী ইউজারদের পার্মানেন্ট ব্যানের উপরে রাখা। (বিদেশি সাইট কি শুনবে কথা?) ৪. ওয়েব সাইটে ওয়ার্ড ফিল্টারিং চালু এবং বাংলা কিছু শব্দের রোমান অক্ষরের লিখিত ফর্ম ব্ল্যাকলিষ্ট করা।(বিদেশি সাইট কি শুনবে কথা?) ৫. ওয়েব গুলো নিয়মিত মনিটর, ওয়েব সাইট এডু/মডুর সাথে এ্যলায়েন্স করে এইসব ইনফো আপ করা ইউজারকে খুঁজে বের করে কড়া শাস্তির ব্যাবস্থা করা।(বিদেশি সাইট কি শুনবে কথা?) ৬. বেশির ভাগ সাইটই বলে রাখে ইউজারের কর্মকান্ডের দায় একান্তই ইউজারের, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এই পোষ্টটি মূলত একটি খসড়া, আমি জানতে চাইছি, বাংলাদেশে এমন কোন সাইবার আইন আছে কি না যা এসব ক্ষেত্র নিয়ে চর্চা করে। সেরকম কোন তথ্য থাকলে দয়া করে শেয়ার করুন। STOP EVE TEASING...RIGHT NOW! ব্যাকআপ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।