আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের আন্দোলনকারীদের বলছি-----

আপনারা যেমন সরকারকে বাধ্য করার জন্য আল্টিমেটাম দিচ্ছেন তেমনি বিরোধীদলকে কেন বাধ্য করছেন না জামাতিদের সাথে দাম্পত্য ভাংতে?? এবার সরাসরি বলুন---নিরপেক্ষতার এইসব নাটক কেন? আন্দোলন করবেন জামাতিদের বিরুদ্ধে---আর মধুর সম্পর্ক রাখবেন যারা জামাতিদের সাথে ঘর সংসার করে--তা কি করে হয়????? ছাগুরা আপনার পতাকা ছিঁড়ে ফেলে, আপনার স্মৃতিসৌধগুলো ভেঙ্গে ভেঙ্গে আপনার অস্তিত্বে হাগু করে দিয়েছে আর সজ্জন ফখরুল ইসলাম এদের পক্ষ হয়ে পক্ষান্তরে আপনার নিন্দা করছে---মুখে তালা কেন? স্পষ্ট হতে দোষ কোথায়? বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্ম রাজনীতিকদের মত ভন্ডামী করবে না-----স্পষ্টতা চাই----স্পষ্টতা চাই-----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।