আমাদের কথা খুঁজে নিন

   

ছ্যাক খাওয়ার পর........করণীয়

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

এই বয়সে প্রেম যদি নাও করে থাকেন তবে বলবো আপনার মতো হতভাগা আর এই পৃথিবীতে একটি নেই। ভালোবাসা বা প্রেম যা-ই বলেন না কেন, আর আপনি একজন পুরুষ বা স্ত্রী যে গ্রুপেরই হোন না কেন, প্রেমে যে আপনি অন্তত একবার হলেও পড়েছেন সে কথাটি আপনি বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের প্রেমের পরিসংখ্যান অনুযায়ী শতকরা ৮২% মানুষ প্রেমে ব্যর্থ হয় এবং তারপরই পৃথিবীর যতোসব দুঃখ-কষ্টকে সঙ্গি করে অহেতুক জীবন-যাপনকে জীবন যন্ত্রণায় রূপান্তরিত করে দেবদাস স্টাইলে হাবিযাবি (ডাইইল) খেয়ে ঘুরে বেড়ায়। জীবনযাত্রার এই অংশটির নাম হচ্ছে ‌ছ্যাক্ড লাইফ' বা ‌ছ্যাকা খাওয়া জীবন'। তো সহজ কথা হচ্ছে, আপনি কি প্রেমে পড়েছেন অথবা ছ্যাকড হয়ে ঘুরছেন ? নো প্রবলেম! এই আমরা আছি না ! বিস্তারিত থাকছে পরবর্তী লেখায়, ততোক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।