আমাদের কথা খুঁজে নিন

   

একজন চা বিক্রেতা আবু কায়সার এর শেষ খেয়া……

আবু কায়সার, ২২ বছরের এই তরুণ একজন চা বিক্রেতা। পুরাতন ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশেই তার চায়ের ছোট্ট দোকান। অনেক দিন ধরেই তিনি আলসার জনীত রোগে ভুগছেন। প্রায়ই তার মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে। ৫বছর ধরে চা বিক্রয় করে কোন রকমে সংসার চালিয়ে যাচ্ছেন।

কিন্তু সাহিত্যমনা এই তরুণের ইচ্ছে ছিল বই লেখা। আজ তার নেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার এর বই মেলায় বিজয় প্রকাশের ব্যানারে প্রকাশিত হয়েছে তার এই বই- “শেষ খেয়া”। আবু কায়সার এর এই বইটিতে ২টি ছোট গল্প এবং ৫৫টির মতো কবিতা রয়েছে। প্রেম/ বিরহ / দেশাত্মবোধ সহ নানা বিষয় উঠে এসেছে।

একজন চা বিক্রেতার এরকম একটি স্বপ্ন সার্থক হওয়ায় সহযোগীতা করেছেন বিজয় প্রকাশের স্বত্তাধিকারী তপন মাহমুদ। তিনি বলেন- “ একজন চা বিক্রেতা যে কিনা কোনরকমে সংসার চালায় এবং ঠিক মতো চিকিৎসাও করাতে পারছেন না তার এই অদম্য ইচ্ছে দেখে আমি মুগ্ধ। সে কারণেই আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। আমি তার সাফল্য কামণা করছি এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি বইটি কেনার। ” পিরোজপুর জেলার মাহমুদ কাঠি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের ছেলে আবু কায়সার অভাবে তাড়নায় ঠিক মতো পড়ালেখা চালাতে পারেননি।

তবে তার অদম্য ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়ালেখা করছেন। ভবিষ্যতে তার ইচ্ছে আরো বই লেখার। যদিও সে জানে এটা খুব কঠিন। তিনি সবার কাছে দোয়া কামণা করছেন। তার শেষ খেয়া বইটি বইমেলায় বিজয় প্রকাশের ৩৩০-৩৩২ নং ষ্টলে পাওয়া যাচ্ছে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.