টিসিবির পিয়াজ নিতে গতকাল দীর্ঘ লাইন দেখা গেছে ক্রেতাদের। রাজধানীর প্রেসক্লাব মোড়ে একটি ট্রাকে টিসিবি পিয়াজ বিক্রি করেছে। দাম সহনীয় করতে নিজ উদ্যোগে আমদানি করে সারা দেশে পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকারি এ সংস্থাটি। প্রতিকেজি ৪৭ টাকা দরে নিজস্ব ডিলারের মাধ্যমে তারা পণ্য বিক্রি করছে।
গতকাল প্রথম দিনে রাজধানীর ৩০টি পয়েন্টে টিসিবির পিয়াজ বিক্রি হয়েছে বলে জানান সংস্থাটির মুখপাত্র হুমায়ূন কবির। তিনি জানান, দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। এদিকে গতকাল থেকে রাজধানীসহ সারা দেশে পিয়াজ বিক্রির পরিকল্পনা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় সেটি সম্ভব হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে হিলি বন্দর থেকে আমদানিকৃত পিয়াজ লোড করা যায়নি। তবে আজ থেকে সারা দেশে পিয়াজ বিক্রি হবে বলে টিসিবি জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।