ওয়ানডে সিরিজে ভারতকে দাঁড়াতেই দেয়নি নিউজিল্যান্ড। 'ব্লাকওয়াশ' করে ধোনির দলকে কক্ষচ্যুত করেছে ব্লাক ক্যাপসরা। অকল্যান্ডের ইডেন পার্কে আজ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। ওয়ানডের মতো টেস্ট সিরিজেও কিউইদের লক্ষ্য একই_ব্লাকওয়াশ। অবশ্য ব্লাক ক্যাপসরা এমন আশা করতেই পারে! এই মুহূর্তে নিউজিল্যান্ড ওয়ানডের চেয়ে টেস্টেই বেশি শক্তিশালী। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা সেই সামর্থ্যের প্রমাণও দিয়েছে। তারা ক্যারিবীয়দের হারিয়েছিল ২-০ ব্যবধানে। আর সেই দলটিই অপরিবর্তিত রাখা হয়েছে। অকল্যান্ড টেস্ট নিয়ে আশাবাদী অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলেছেন, 'আমরা দলে পরিবর্তন আনিনি। একই দলের উপর আস্থা রাখাটা অনেক সময়ই বেশ সুখকর হয়। দলের সবার মধ্যে বোঝাপড়াটা চমৎকার। তাছাড়া এখানকার উইকেট আমাদের অনেক সহযোগিতা করে। সব মিলে অকল্যান্ড টেস্ট নিয়ে আমি আশাবাদী।' আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের দিকে তাকালে ভারত নিউজিল্যান্ডের লড়াইটা হওয়ার কথা ছিল এক তরফা। কেননা ভারত রয়েছে দুইয়ে, আর নিউজিল্যান্ড আট-এ। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের বিচার বাস্তবতা এখন পুরোপুরি উল্টো। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এখন ফর্মের তুঙ্গে। তাছাড়া ঘরের মাঠে ওদের হারানোটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। এবার বৈচিত্র্যময় উইকেট তৈরি করায় তাদের সম্ভাবনা আরও বেড়ে গেছে। আর ভারতীয় ক্রিকেটারদের মানসিক অবস্থা অনেকটাই বিধ্বস্ত। তারা এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হেরেছে। নিউজিল্যান্ডে যাওয়ার পরও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। স্বাগতিকদের আগুন ঝড়া বোলিংয়ের সামনে তারা দাঁড়াতেই পারছে না। তারপরেও খেলা মাঠে গড়ানোর আগে পর্যন্ত এগিয়ে রাখতে হবে ভারতকেই। কেননা ওয়ানডের ভারত আর টেস্টের ভারত কিন্তু এক নয়। তাই ধোনির দলকে এগিয়ে রেখেই পরিকল্পনা সাজিয়েছেন ব্রান্ডন ম্যাককালাম। তবে জয়ের আত্দবিশ্বাসও আছে মনে। ওয়ানডেতে ভারতকে যে অস্ত্র দিয়ে ঘায়েল করা হয়েছিল টেস্টেও একই অস্ত্র ব্যবহার করার কথা বলেছেন কিউই দলপতি। আর এই অস্ত্র হচ্ছে 'শর্ট বল'।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।