হিন্দি ভাষায় গান গেয়ে সমালোচনার মুখে পড়ছেন 'ক্ষুদে গানরাজ'খ্যাত কণ্ঠশিল্পী পড়শী। এই শিল্পী সম্প্রতি প্রকাশিত নিজের তৃতীয় একক অ্যালবামে 'খোদা তুঝসে' শিরোনামে একটি হিন্দি দ্বৈত গান করেছেন। আর এই গান নিয়ে সংগীতাঙ্গনে বইছে সমালোচনার ঝড়। শিল্পীরা মনে করেন, পড়শীর হিন্দি গান হিন্দি গানের দুর্বৃত্তায়নের যুগকে ত্বরান্বিত করবে। এটা পড়শীর হিন্দিপ্রীতিরই কুফল।
এ গান নিয়ে তাই সবাই বিব্রত।
সংগীতাঙ্গনের শিল্পীরা এই হিন্দি গান নিয়ে বিব্রত হলেও পড়শী কিন্তু নিজের জায়গায় অটল। তিনি মনে করেন, গানের নিজস্ব কোনো ভাষা নেই। পড়শী বলেন, 'রুনা লায়লা ম্যাডামও কিন্তু হিন্দি গান করেছেন। তাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি বলতে পারেন।
শুধু হিন্দি নয়, এর পর আমি শ্রীলঙ্কান ভাষায়ও গান করব। '
নিজের পক্ষে পড়শীর সাফাই উড়িয়ে দিয়েছেন সংগীতাঙ্গনের শিল্পীরা। তাদের মতে, পড়শী রুনা লায়লার দোহাই দিয়ে নিজেকে শুদ্ধ প্রমাণ করতে চাইছেন। কিন্তু রুনা লায়লা কিংবা জেমসের বিষয়টা ভিন্ন। তাদের বলিউডে ডেকে নিয়ে গান করানো হয়েছে।
বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তারা। শখের বশে নিজের অ্যালবামে হিন্দি গান করেননি। পড়শী যেটা করেছেন সেটা নির্লজ্জ ব্যাপার। সস্তা জনপ্রিয়তার জন্য নিজের অ্যালবামে এমনটা করেছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।