স্পট ফিক্সিংয়ে জড়িত ৯ অভিযুক্তদের বিচার কাজ শুরু করতে ডিসিপ্লিনারী ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সৈয়দ আমিরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
ট্রাইব্যুনালের আরেক সদস্য জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি।
বিসিবির ২০১৩ সালের নীতিমালার পঞ্চম অনুচ্ছেদে উল্ল্যেখ রয়েছে, ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান হিসেবে একজন সাবেক বিচারপতি থাকবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল অভিযুক্তদের শাস্তির শুনানির জন্যে তিন সদস্যের বিশেষ ট্রাইব্যুনাল ঘোষণা দিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।