আমাদের কথা খুঁজে নিন

   

ভারসাম্য

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী

কেউ Amuse করতে ভালবাসে। কেউ Amused হতে ভালবাসে। আমি Amuse করতে পছন্দ করি, তাই এমন মানুষও পেয়ে যাই যারা Amused হতে চায়। পৃথিবীর সবকিছুতেই এরকম একটি ভারসাম্য রয়েছে, দেয়ার এবং নেয়ার। যদি রহস্যের অস্তিত্ব থেকে থাকে, তাহলে রহস্য ভালবাসে এমন মানুষও সৃষ্টি হয়েছে।

যদি কেউ মিথ্যা বলে, তবে মিথ্যাকে গ্রহণ করার মানুষও আছে। সত্যও তাই। তাই না? কেউ কম হলে তাকে ব্যালেন্স করে দেয় সে, যে মানুষটি অন্যের অভাবটাকে বহন করে। আমরা আমাদের ভেতরটাকে খুঁজে দেখার আগে, খুঁজি অন্যের ভেতরে কী আছে। নিজের ক্ষমতা এবং অভাব দুটোই জানা দরকার।

তারপর দরকার সেগুলোকে সঠিক ভারসাম্যে প্রয়োগ করা, যা কিনা আমরা অনেকেই পারি না। বিশেষ করে আমি পারি না। আমি নিজেও মিথ্যে বলি, তাই আমার 'মিথ্যে' শোনারও মানুষ আছে অনেক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.