আমাদের কথা খুঁজে নিন

   

ভারসাম্য

আপাতত ঘুরপাক খাচ্ছি! জীবনের কাছ থেকে যারা কিছুই পায়নি মাথা নিচু করে মাটিকে সিজদা করতে করতে যাদের জীবন অতিবাহিত কথা ও কাজের সাথে যাদের অন্ত্যমিল তাদের কপালের রেখা মুছে গেছে মাটির সাথে গাছের শিকড়ে আকাশে বাতাসে। বর্ষা বাদলে ঝড়ের টানে উড়ে গেছে মাটি ধূলো আকারে জমেছে পাহাড়ে পর্বতে সাগরের ঢেউয়ে ধূলো হয়েছে কাদা তাদের জীবন তাদের দুঃখবোধ এক শাদা কাফনে মোড়ানো জীবিত দানব দানব কখনো হায়েনার মত ছিড়ে ছিবড়ে খায় কখনো নরাধমের মত ধর্ষণ করে মানব সভ্যতা। চারিদিকে সভ্যতা সংঘের জয়জয়াকার যারা লুটেপুটে খায় মানবিকতা বিকোয় সস্তা বাজারে নিরামিষের দরে তারাই আজ আমাদের প্রভূ। তোমাদের এই প্রভূত্বকে আমি নিকুচি করি লুপ্ত হোক তোমাদের নড়বড়ে সিংহাসন মনে রাখবেন প্রকৃতি তার ভারসাম্য রক্ষার্থে জীর্ণতাকে দূর করতে সদা বদ্ধ পরিকর। ছবিঃ নিজস্ব এ্যালবাম।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.