মত ও পথের পার্থক্য থাকা নতুন কিছু নয়। আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন। যুক্তি যুক্ত সমলোচনা করুন। কোন সমস্যা নাই। সামু দীর্ঘজীবি হোক।
সকলকে শুভেচ্ছা
ফরিদপুরের মধুখালীতে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এবার এক স্কুলছাত্রীর মাকে মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পশ্চিম গাড়াখালী এলাকার ফুড গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। নিহত হওয়া মায়ের নাম চাঁপা রানী ভৌমিক (৪৮)। তিনি মধুখালী চিনিকলের বাণিজ্যিক বিভাগের টাইপিস্ট কাম ক্লার্ক ছিলেন।
এ ব্যাপারে চম্পার ভাই অরুণ কুমার ভৌমিক বাদী হয়ে মধুখালী উপজেলার বাজার এলাকার দেবাশীষ সাহা ওরফে রনিকে (২২) আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ মোটরসাইকেলটি আটক করলেও রনিকে গ্রেপ্তার করতে পারেনি।
হত্যার প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মধুখালী। স্কুল কলেজের ছাত্রছাত্রী, চিনিকলের শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। একই সঙ্গে হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মধুখালী বাজারের মদের ব্যবসায়ী রতন সাহার বখাটে ছেলে দেবাশীষ সাহা রনি ফরিদপুর চিনিকলের বাণিজ্যিক বিভাগের কর্মচারী চাঁপা রানী ভৌমিকের দুই জময মেয়ে দশম শ্রেণীর ছাত্রী হীরা ও মুক্তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। বাধা দিলে তারা এক মেয়েকে অপহরণ করার হুমকি দিত। সম্প্রতি রনির উত্ত্যক্তের ঘটনা মারাত্মক হওয়ায় চাঁপা রানী বিষয়টি মধুখালী উপজেলার চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম ও চিনিকল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের জানান। তাঁরা রনি ও তার পিতাকে ধমক দিয়ে শাসন করলে বখাটে রনি আরও ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন সময় ওই পরিবারকে হুমকি দেয়।
গতকাল মঙ্গলবার বিকেলে চাঁপা রানী ভৌমিক তাঁর স্বামী স্বপন বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রতিবেশী হারান চন্দ্র সরকারের মেয়েকে বিদায় জানাতে মধুখালী রেল গেটে আসেন।
বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে মোটরসাইকেল দিয়ে চাপা দেওয়া হয়। এতে চাঁপা রানী গুরুতর আহত হন। তাঁকে প্রথমে মধুখালী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
আজ বিকেল চারটায় নিজ বাড়ির উঠোনে চাঁপা রানীকে সমাহিত করা হয়েছে।
এদিকে চিনিকল শ্রমিক ইউনিয়ন চাঁপা রানীর হত্যার প্রতিবাদে তিন দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, হত্যা মামলা নেওয়া হয়েছে। ইভ টিজিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে বলে আমাকে জানানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাবে।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির জানান, ইভ টিজিংয়ের ব্যাপারে আগে আমাকে জানানো হয়নি বা সাধারণ ডায়েরিও করেনি।
তবে ওই পরিবারের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ইভ টিজিংয়ের বিষয়টি জানিয়েছিলেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। দুর্ঘটনার মামলা না নিয়ে হত্যা মামলা নেওয়া হয়েছে।
উৎসঃ প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।