আমাদের কথা খুঁজে নিন

   

মিজানুর রহমান হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচি

মত ও পথের পার্থক্য থাকা নতুন কিছু নয়। আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন। যুক্তি যুক্ত সমলোচনা করুন। কোন সমস্যা নাই। সামু দীর্ঘজীবি হোক।

সকলকে শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জ : ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে নিহত নাটোরের লোকমানপুর কলেজ শিক্ষক মিজানুর রহমানের হত্যার বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কালোব্যাজ ধারণ, কালোপতাকাসহ মৌনমিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে |বুধবার চাঁপাইনবাবগঞ্জ কলেজ শিক্ষক সমিতি ও সদস্য সংগঠন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট এ কর্মসূচি পালন করে। এছাড়া সমাবেশ থেকে ছাত্রী উত্ত্যক্তকরণ ও সকল প্রকার নারী নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। আজ সকাল ১১টায় শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি প্রদান করা হয়।

কর্মসূচিতে কলেজ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.