আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা সেনা বাহিনী সম্পর্কে নেতি বাঁচক খবর পাবলিক ভালো খায়। কারণডা কি

good

একটি মজার বিষয় লক্ষ করেছি সেনা বাহিনী সম্পর্কে নেতি বাঁচক খবর পাবলিক ভালো খায়। অনেক রকম মন্তব্য পাওযা় যায় যার অধীকাংশই সেনা বিরোধী। অথচ ঝড়, বন্যা, যে কোন বিপদ হলেই তারা সেনাবাহিনীকে চায়। বাংলাদেশের মানুষের অাচরণের এই বৈপরীত্যের কারন জানিনা। বিডিঅারের ঘটনায় কিছু না জেনেই মানুষ সেনা অফিসারদের দোষারোপ করা শুরু করেছিল, ঘটনার ভযা়বহতা জেনেও সাংবাদিক রা সেনা কর্মকর্তাদের কথা জানতে চায়নি।

কি অদ্ভুত না! রুপগঞ্জের ব্যপারে এধরনের গুজব বেশি ছডা়চ্ছে বলেই অামার মনে হচ্ছে। ওই এলাকায় জমির মালিক ছাডা়ও বিভিন্ন রিযে়লষ্টেট কোম্পানী, স্থানীয় দালাল এবং সেনাবাহিনীর স্বার্থ জডি়ত। রুপগঞ্জে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখ জনক। এই ঘটনার জন্যে দাযী়দের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওযা় উচিত। তবে সকলের জানা উচিত যে ওই এলাকায় কৃষক এবং জমির মালিকরা সেনাবাহিনী ছাডা়ও অন্যান্য কোম্পানী এবং ব্যক্তির কাছে বিক্রি করছে।

কযে়কদিন অাগেও যেখানে জমির দাম ছিল ১০ থেকে ১২ লক্ষ টাকা বিঘা। সেনা বাহিনী জমি কেন শুরু করারা পর থেকে অন্যান্য কোম্পানী ক্ষতি গ্রস্থ হবার শঙ্কায় পডে় যায়। কারন সেনাবাহিনীর কারনে জিমর দাম বেডে় ১৭লক্ষ টাকা বিঘা হযে় যায়। অথচ সকল মিডিযা়য় খবর এসেছে সেনা বাহিনী কম দামে জমি কিনতে চাচ্ছে। এর সাথে সম্ভবতঃ যোগ হযে়ছে অারও কিছূ লোকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়।

কিন্তু অদ্ভুত ভাবে সকল দোষ সেনাবাহিনীর। এই মন্তব্যের পর হয়তো অামাকে গালি দেওযা় হবে। দিতে থাকেনএকটি মজার বিষয় লক্ষ করেছি সেনা বাহিনী সম্পর্কে নেতি বাঁচক খবর পাবলিক ভালো খায়। অনেক রকম মন্তব্য পাওযা় যায় যার অধীকাংশই সেনা বিরোধী। অথচ ঝড়, বন্যা, যে কোন বিপদ হলেই তারা সেনাবাহিনীকে চায়।

বাংলাদেশের মানুষের অাচরণের এই বৈপরীত্যের কারন জানিনা। বিডিঅারের ঘটনায় কিছু না জেনেই মানুষ সেনা অফিসারদের দোষারোপ করা শুরু করেছিল, ঘটনার ভযা়বহতা জেনেও সাংবাদিক রা সেনা কর্মকর্তাদের কথা জানতে চায়নি। কি অদ্ভুত না! রুপগঞ্জের ব্যপারে এধরনের গুজব বেশি ছডা়চ্ছে বলেই অামার মনে হচ্ছে। ওই এলাকায় জমির মালিক ছাডা়ও বিভিন্ন রিযে়লষ্টেট কোম্পানী, স্থানীয় দালাল এবং সেনাবাহিনীর স্বার্থ জডি়ত। রুপগঞ্জে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখ জনক।

এই ঘটনার জন্যে দাযী়দের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওযা় উচিত। তবে সকলের জানা উচিত যে ওই এলাকায় কৃষক এবং জমির মালিকরা সেনাবাহিনী ছাডা়ও অন্যান্য কোম্পানী এবং ব্যক্তির কাছে বিক্রি করছে। কযে়কদিন অাগেও যেখানে জমির দাম ছিল ১০ থেকে ১২ লক্ষ টাকা বিঘা। সেনা বাহিনী জমি কেন শুরু করারা পর থেকে অন্যান্য কোম্পানী ক্ষতি গ্রস্থ হবার শঙ্কায় পডে় যায়। কারন সেনাবাহিনীর কারনে জিমর দাম বেডে় ১৭লক্ষ টাকা বিঘা হযে় যায়।

অথচ সকল মিডিযা়য় খবর এসেছে সেনা বাহিনী কম দামে জমি কিনতে চাচ্ছে। এর সাথে সম্ভবতঃ যোগ হযে়ছে অারও কিছূ লোকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। কিন্তু অদ্ভুত ভাবে সকল দোষ সেনাবাহিনীর। এই মন্তব্যের পর হয়তো অামাকে গালি দেওযা় হবে। দিতে থাকে গতকাল জনৈক ব্লগার সেনাবাহিনীর বিরুদ্ধে রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফট-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” শিরোনামের একটি ব্লগ পোস্ট করেছে এবং সামহোয়্যারইন কর্তৃপক্ষ আজ সেই ব্লগটিকে স্টিকি করেছে।

এর প্রেক্ষিতে একজন সচেতন নাগরিক হিসেবে আমার বক্তব্য নিম্নরূপঃ @লেখক ও মন্তব্যকারী কতিপয় ব্লগার, এই লেখা ও এর প্রেক্ষিতে করা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আপনারা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢালাওভাবে আপনাদের চরম বিদ্বেষ ও প্রতিহিংসা প্রকাশ করেছেন। রূপগঞ্জে ঘটে যাওযা় অনাকাংখিত ঘটনার জন্য যারা দাযী় (হোক তারা সেনা কর্তৃপক্ষ, নেপথ্যের মদদদাতা প্রতিপক্ষ ভূমিব্যবসাযী় কোম্পানীসমূহ কিংবা স্থানীয় স্বার্থান্বেষী রাজনৈতিক/অরাজনৈতিক মহল) - সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক, সেটা আমিও চাই। কিন্তু তাই বলে এ ঘটনাকে উপলক্ষ্য করে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে ঢালাওভাবে বিষোদগার করার এবং অন্যদেরকে উস্কে দেযা়র লক্ষ্যে আপনাদের এই অপচেষ্টার বিরুদ্ধে রইল আমার তীব্র প্রতিবাদ ও নিন্দা। @সেনা কর্তৃপক্ষ, আপনাদের অদূরদর্শী ও অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা সমগ্র সেনাবাহিনীকে বিতর্কিত করলেন। কতিপয় উচ্চপদস্থ সেনা নীতিনির্ধারকের ভুল সিদ্ধান্ত ও বেঠিক কর্মপন্থার জন্য আজ চরম মূল্য দিতে হচ্ছে সকল সেনাসদস্যকে।

অতীতেও আমরা দেখেছি রাজনৈতিকভাবে নিযো়গ পাওযা়, অযোগ্য ও অতি-উচ্চাভিলাষী জেনারেল ও তাদের কতিপয় দোসরদের অবৈধ ক্ষমতার মোহ ও অর্থবিত্তের লোভের মাসুল দিযে়ছে নিম্নপদস্থ সাধারণ সেনা অফিসার ও জওযা়নরা। যে সেনাসদস্যরা জাতীয় দুর্যোগের সময় দেশের মানুষের পাশে গিযে় দাঁডা়য়; ২৪ ঘন্টার চাকুরিতে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হযে় দূর-দূরান্তে গিযে় তাদের কর্তব্য পালন করে; উদযা়স্ত খাটুনি দিযে় ত্রাণসামগ্রী, ঔষধপত্র বিতরণ করে কিংবা আশ্রয়স্থল নির্মাণ করে; বেতনভূক ট্রাফিকপুলিশ থাকতেও রাস্তায় যানজট নিরসনে ট্রাফিকপুলিশের কাজ করে; সিটি কর্পোরেশনের বেতনভূক সুইপার থাকা সত্ত্বেও নির্বিবাদে ঢাকার ড্রেন পরিষ্কারে নামে; জীবন-বাজি রেখে সন্ত্রাসদমন ও অবৈধ অস্ত্র-উদ্ধার অভিযানে নামে; মৃত্যুর ঝুঁকি নিযে় পার্বত্য চট্টগ্রামে কাউন্টার-ইন্সার্জেন্সি অপারেশনে নিযো়জিত থাকে; বেসরকারী কোম্পানীর দেওযা় দরের এক-তৃতীযাং়শ বাজেট দিযে় জাতির জন্য ভোটার আইডি কার্ড তৈরি করে দেয়; জাতীয় নির্বাচনে আইন-শৃংখলা নিশ্চিত করে গণতন্ত্রের পথ সুগম করে; যে কোন জাতীয় দাযি়ত্ব পালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যর্থ হলেও সে দাযি়ত্ব সুচারুভাবে পালন করে - আজ তারা জাতির সামনে ছোট হল জেনারেল মইন ও তার মত তার পূর্ব কিংবা উত্তরসূরি কতিপয় টপ-ব্রাসের জন্য। এসব উচ্চাভিলাষী, ক্ষমতা ও সম্পদলোভী পদস্থ সেনাকর্মকর্তাদের প্রতিও রইল আমার তীব্র ঘৃণা ও নিন্দা। @সামহোয়্যারইন কর্তৃপক্ষ, সেনাবাহিনীর মত একটি জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে চরম বিদ্বেষপূর্ণ ও উস্কানীমূলক এই পোস্টটি স্টিকি করে আপনারা একদিকে যেমন নিজেরাই নিজেদের ব্লগ নীতিমালা ভংগ করলেন, তেমনি অন্যদিকে এই বিদ্বেষপ্রসূত অপপ্রচারণার পৃষ্ঠপোষকতা করলেন। আপনাদের স্ববিরোধী চরিত্র সম্পর্কে এখন পুরোপুরি নিশ্চিত হলাম।

আপনাদের প্রতিও রইল আমার তীব্র প্রতিবাদ ও নিন্দা। আমি জানি আমার এ বক্তব্যে আপনাদের আঁতে ঘা লাগবে। হয়ত আপনাদের সমালোচনা করার জন্য, আপনাদের নোংরা স্বরূপ উন্মোচন করার জন্য আমার এই পোস্টটিকে আপনারা সরিযে় ফেলবেন; এমনকি আমাকে জেনারেল কিংবা ব্যান করবেন। তবে মনে রাখবেন, তাতে আমার কিছুই আসবে যাবেনা। আরো মনে রাখবেন, মত প্রকাশের স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়।

স্বাধীন মত প্রকাশের নামে সুস্থ সমালোচনার পরিবর্তে অন্যকে গালাগালি করার এবং অন্যের বিরুদ্ধে কুৎসা রচনা করার সুযোগ দেওযা়র কিংবা এসব ঘৃণ্য কর্মকাণ্ডকে সমর্থন/পৃষ্ঠপোষকতা করার বর্তমান ধারা চলতে থাকলে এই ব্লগের ভবিষ্যৎ অন্ধকার। @সচেতন, সুবিবেচনাসম্পন্ন সকল ব্লগারগণ, পৃথিবীর অন্যান্য দেশের সামরিক বাহিনীর তুলনায় আমাদের সেনাবাহিনীর সদস্যরা বেশি সুযোগ-সুবিধা পায় কিনা তা যাচাই করার জন্য আপনাদের সবার প্রতি রইল আমার আহবান। কেবলমাত্র পার্শ্ববর্তী ভারতের সামরিকবাহিনীর সুযোগ-সুবিধার ব্যাপারে একটু খোঁজ নেওযা়ই যথেষ্ট হবে বলে আমি মনে করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.